‘পতি, পত্নী ও পাঙ্গা’ রিয়ালিটি শো-এর সাম্প্রতিক পর্বে স্বরা ভাস্কর ও তার স্বামী ফাহাদ আহমেদের মজার বাকবিতণ্ডা দেখা গিয়েছে। আলাপচারিতার সময় স্বরা তাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। যার প্রতিক্রিয়াও ছিল রোমাঞ্চকর। ফাহাদকে প্রশ্ন করা হয়েছিল, ‘তিনি কি জলদি জলদি বিয়ে করে এখন অনুশোচনা করছেন?’এর উত্তরে স্বরা বলেন, ‘হ্যাঁ।’
স্বরা ঠিক কী বলেন?
স্বরা ভাস্করকে বলতে শোনা গেল, ‘আমার মনে হয় দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় ফাহাদের ক্ষতি হয়েছে। এই তিন বছরে আমার বুঝতে পেরেছি যে তার কর্মজীবনের সঙ্গে আমার ব্যক্তিত্ব, একেবারেই ভুল জুটি। কারণ রাজনীতিবিদদের চাই চুপচাপ থাকা ও ঘরে বসে থাকা স্ত্রী।’ দেখা যায় অভিনেত্রী বউয়ের মুখে এমন কথা শুনে ফাহাদ রেগে যান। বলে ওঠেন, ‘এই পাগল মানুষ… না স্বরা এটা একেবারেই ভুল।’
তবে থেমে থাকার পাত্রী নন স্বরা। বলেন, ‘ভাই, বাস্তব কথা বলছি।’ ফাহাদ এরপর পালটা প্রশ্ন করেন বউকে, ‘তুমি কেন রাজনীতিবিদদের স্টেরিওটাইপ করছ?’
দেখা যায় বাকবিতণ্ডার একটা পর্যায়ে এসে ফাহাদ একটু চুপ হয়ে যায়। বলে ওঠেন, ‘প্রায়ই বলা হয়, ভালো স্ত্রী ও ভালো চালক পেলেই ভালো নেতা হয়।’ এর জবাবে স্বরা স্বামীকে কটাক্ষ করে বলেন, ‘জানো ভালো স্ত্রী কে? সে, যে ঘরে বসে সবাইকে চা-নাশতা দেয়। আমি তো নিজেই টুইট করে দুটো বিতর্ক তৈরি করি।’
ফাহাদ যদিও উত্তর দিয়ে বলেন, ‘ঠিক আছে। একটু সমস্যা হতেই পারে, কিন্তু তুমি অনেক বড় সাপোর্ট সিস্টেম।’ স্বরা ফের বলে ওঠে, ‘ও কালই বলেছে যে তোমার বাজে কথা কোনদিন আমার কেরিয়ার নষ্ট করবে।’