কথাতেই আছে, বিপদ বলে আসে না। এই কথাটি যে কতটা সত্যি তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন সায়ন্তনী এবং ইন্দ্রনীল। গত বুধবার একেবারে সুস্থ সায়ন্তনী বাড়িতে বসে টিভি দেখছিলেন। কোনওরকম শারীরিক অসুস্থতা ছিল না তাঁর। কিন্তু তারপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী।
কিছুদিন আগেই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হয়েছে। আপাতত বাড়িতেই ছুটিতে রয়েছেন সায়ন্তনী। রোজকার মতো বাড়িতে নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন তিনি। দেখছিলেন টিভি। কিন্তু তারপর যে ঘটনা ঘটলো, তা বোধ হয় কল্পনাও করতে পারেননি সায়ন্তনী।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
জানা যায়, গত বুধবার বাড়িতে টিভি দেখতে দেখতে আচমকা শারীরিক অস্বস্তি শুরু হয় অভিনেত্রীর। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান সায়ন্তনীর স্বামী ইন্দ্রনীল। পরীক্ষা করে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন সায়ন্তনী। তিন দিন হাসপাতালে থাকার পর গতকাল অর্থাৎ রবিবার বাড়িতে ফিরে এসেছেন সায়ন্তনী।
চিকিৎসকের পরামর্শ মতো আপাতত ১৫ দিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে অভিনেত্রীকে। যদিও এখন আগের থেকে অনেকটাই সুস্থ সায়ন্তনী। বাড়িতে ফিরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। হাসপাতালের পোশাক পরিহিত একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না বর। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ।’
তবে যেহেতু ব্যাপারটা বাড়িতেই ঘটেছে, তাই খুব শীঘ্রই সামলে নেওয়া গেল সবটুকু। সায়ন্তনী যদি একা থাকতেন বা বাইরে কোথাও থাকতেন, তাহলে অনেক বড় কিছু ঘটে যেতে পারত। তবে এই মুহূর্তে ডাক্তারের পরামর্শ মতোই চলতে হবে সায়ন্তনীকে।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
প্রসঙ্গত ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন ইন্দ্রনীল মল্লিক ও সায়ন্তনী সেনগুপ্ত। তারপর থেকে সুখেই সংসার করছেন তাঁরা। যদিও ২০১৬ সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইন্দ্রনীল। তবে তাঁদের সেই বিয়ে বেশিদিন টেকেনি।
প্রসঙ্গত, ‘অনুরাগের ছোঁয়া’, ‘ক্ষীরের পুতুল’,জয়ী’,‘বধূবরণ’,‘মিলন তিথি’ র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে সায়ন্তনী সেনগুপ্তকে। অন্যদিকে ‘ত্রিনয়নীর মতো ধারাবাহিকের মুখ ছিলেন ইন্দ্রনীল। এছাড়া ’ধ্রুবতারা', ‘রিমলি’ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন ইন্দ্রনীল। কাজ করেছেন একাধক ওয়েব সিরিজে।