বলি অভিনেতা ধর্মেন্দ্রর ৩ ছেলের মধ্যে সব থেকে ছোট হলেন অভয় দেওল। মূল ধারার ছবিতে তেমনভাবে অভিনয় করতে দেখা যায়নি অভিনেতাকে। বরং চিরকালই অন্যরকম চরিত্রে নিজেকে বারবার মেলে ধরার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে কথা না বললেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা এমন একটি মন্তব্য প্রকাশ করলেন যা শুনে অবাক হয়ে গেলেন সকলে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভয় বলেন, ‘আমি বাবা হতে চাই না। আমি জানি এটা শোনার পর হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। কিন্তু আমি সচেতনভাবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের দিনে বাবা মা হওয়ার একটা বিশাল বড় দায়িত্ব। সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া, তাকে বড় করে তোলা সবকিছুই বিরাট দায়িত্বের ব্যাপার।’
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
অভয় আরও বলেন, ‘যদি একান্তই আমার সন্তান নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমি দত্তক নেব। এই পৃথিবীর যা অবস্থা তাতে জেনে শুনে একটি নতুন প্রাণকে এই পৃথিবীতে আনার কোনও ইচ্ছে নেই আমার। এছাড়াও একটি সন্তানের পিতা হওয়ার পর হয়তো আমি তাকে নিয়ে বড্ড বেশি পজেজিভ হয়ে উঠবো, যেটা তার জন্য মোটেই ভালো হবে না।’
অভয়ের এই স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকেই বলেছেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অভয়। পৃথিবীর যা অবস্থা তাতে একটি নতুন প্রাণকে এনে কষ্ট দেওয়ার কোনও মানে হয় না।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
বাবা হওয়া নিয়ে এই মন্তব্য প্রকাশ করে অভয় দেওল আরও একবার প্রমাণ করে দিলেন তিনি সকলের থেকে আলাদা। তিনি প্রতিনিয়ত সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করতেই ভালোবাসেন। এই ভাবেই তিনি নিজের মতো করে এগিয়ে যান নিজের জীবনে।
অভয় দেওলের সর্বশেষ কাজ
অভয়কে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স সিরিজ ট্রায়াল বাই ফায়ারে, যেখানে তিনি শেখর কৃষ্ণমূর্তি চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ১৯৯৭ সালের উপহার সিনেমার অগ্নিকাণ্ডে সন্তান হারানোর পর ন্যায়বিচারের জন্য প্রার্থনা করছিলেন। বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভয়ের সবথেকে দারুন অভিনয় বলে মনে করা হয়।