পুজোর মেজাজ তুঙ্গে রেখে এবার বাংলাদেশ থেকে আসছে ইলিশ। ফলত কলকাতার বাঙালির পাতে আর কয়েকদিনের মধ্যেই রুপোলি শস্য পড়ার পালা! প্রতিবারই বাংলাদেশ থেকে পুজোর সময় ইলিশ ঢোকে ভারতে। এবারেও সেই পরম্পরা ধরে রেখে ঢাকা জানিয়েছে, ২০২৫ দুর্গাপুজোর সময় ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানি করবে বাংলাদেশ। যা বিগত বছরগুলির তুলনায় কম!
সোমবার বাংলাদেশের ইউনুস সরকারের বাণিজ্য মন্ত্রক এই সংক্রান্ত আদেশ জারি করেছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তারা ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরই পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের চাহিদা পুজোর সময় থাকে। এদিকে, সেদিকে তাকিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক আদেশ দিয়েছে, যে রপ্তানিকারকরা বাংলাদেশে এই বিষয়ে আগ্রহী, তাঁরা, ১১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রদর্শিত করতে হবে বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ একাধিক নথি। এই বছর বাংলাদেশ থেকে যে ইলিশ ভারেত রপ্তানি করা হবে, তার রপ্তানি মূল্য ন্যূনতম প্রতি কেজিতে সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারিত করা হয়েছে।
( Astrology: ২০২৫ দুর্গাপুজোর আগে ভাগ্যের চাকা ঘোরাবেন সূর্যদেব! কপাল খুলছে ধনু সহ কাদের?)
( Houthis attacks Israel: ইজরায়েলি বিমানবন্দরের কাছে আছড়ে পড়ল শত্রুপক্ষের ড্রোন! স্তব্ধ পরিষেবা)
( Modi on GST: ‘নাগরিকদের আর ব্যবসার জন্য সহজ হয়েছে’, জিএসটি 2.0র প্রশংসায় মোদী)
গতবারের তুলনায় অর্ধেক ইলিশ আসছে!
তবে চলতি বছরে বাংলাদেশ থেকে গত বছরের তুলনায় কম ইলিশ রপ্তানি করছে ঢাকা। ইউনুস সরকারের দেশ গত বছর পুজোর সময় যে পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করেছিল, তার অর্ধেক পরিমাণ ইলিশ তারা ভারতে এবার রপ্তানি করছে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল ইউনুস সরকারের ঢাকা। এই বছর তারও অর্ধেক ইলিশ ভারতে রপ্তানি করবে বাংলাদেশ। শর্ত হিসাবে থাকছে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় (সাব-কন্ট্রাক্ট) রপ্তানি না করার বিষয়গুলি। এছাড়াও শর্ত রয়েছে যে, বাংলাদেশের সরকার যেকোনও সময় ইলিশ রপ্তানি বন্ধ করতে পারে।