দুর্গাপুজো ২০২৫ পার হতেই রয়েছে কন্যা রাশিতে শুক্রের প্রবেশ। বৈদিক জ্যোতিষ গণনা অনুসারে ৯ অক্টোবর ২০২৫ সালে কন্যা রাশিতে প্রবেশ করবেন শুক্র। কন্যা রাশির, বুধ ও শুক্রের সঙ্গে সমভাব রয়েছে জ্যোতিষ গণনা অনুসারে। ফলত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুর্গাপুজো ২ অক্টোবর শেষ হতেই রয়েছে এই যোগ। সেই জায়গা থেকে কন্যা রাশিতে শুক্রের গোচরের ফলে বহু রাশি লাভ পাবেন। কারা লাকি?
বৃশ্চিক
শুক্র গ্রহ, আপনার রাশিতে আয় আর লগ্নির জায়গায় ভ্রমণ করছেন। এই সময় আয়ে ব্যাপক লাভ হবে। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। আপনি কর্মক্ষেত্রে উচ্চপদ প্রাপ্ত হতে পারেন। আপনি সামাজিক দিক থেকেও লাভ পেতে পারেন। আপনি সামাজিক দিক থেকে অনেকের মধ্যে লোকপ্রিয় হতে পারেন। এই সময় সন্তানের উন্নতি হবে। শেয়ার বাজার, সাট্টা, লটারিতে লাভ হবে।
( Modi on GST: ‘নাগরিকদের আর ব্যবসার জন্য সহজ হয়েছে’, জিএসটি 2.0র প্রশংসায় মোদী)
( Shani Nakshatra Gochar: দণ্ডনায়ক শনি ঘুরিয়ে দেবেন ভাগ্যের চাকা! ২০২৫ দুর্গাপুজোর পরই লাকি এই ৩ রাশি)
( Pitripaksha 2025: শুরু হয়েছে ২০২৫ পিতৃপক্ষ! তারই মাঝে তাবড় রাজযোগ, ভাগ্য ফুলেফেঁপে উঠবে ৩ রাশির)
( Houthis attacks Israel: ইজরায়েলি বিমানবন্দরের কাছে আছড়ে পড়ল শত্রুপক্ষের ড্রোন! স্তব্ধ পরিষেবা)
সিংহ
শুক্রদেব আপনার গোচর কুণ্ডলীতে ধন আর বাণীর ভাবে সঞ্চরণ করছেন। এই সময় আপনার আটকে থাকা টাকা হাতে পেতে পারেন। আপনার কথার প্রভাব বাড়বে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। দাম্পত্য জীবনে আসবে ভারসাম্য। আপনার পারিবারিক সুখ এই সময় আসবে। পরিবারে কোনও নতুন সদস্য আসতে পারে। আপনার ব্যক্তিত্বে দারুন ভালো কিছু আসবে।
ধনু
এই গোচর আপনার রাশিতে কর্মস্থানে হবে। আপনার কাজের দিক থেকে এই সময় খুবই ভালো কাটবে। বহু চাকরিহীনরা এই সময় আয়ের রাস্তা খুঁজে পাবেন। যাঁরা ব্যবসায়ী তাঁরা আর্থিক দিক থেকে সমৃদ্ধ হতে পারেন। যাঁরা চাকরি করছেন, তাঁরা উচ্চ কোনও পদ পেতে পারেন। এই সময় আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)