'তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে কণ্ঠ পুড়িয়ে ছাই করে দেব।' এক বিজেপি বিধায়ককে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন মালদার তৃণমূলের জেলা সভপতি ও বিধায়ক আবদুর রহিম বক্সী।এমনকী, এই মন্তব্য ঘিরে বিতর্কের পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন তৃণমূল নেতা। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তবে তাতেও দমানো যায়নি ওই শাসক নেতাকে। তবে এই প্রথম নয়। এর আগেও এমন বেঁফাস মন্তব্য করেছেন আবদুর রহিম বক্সী।
মালতিপুর বিধানসভার এনায়েতনগরে তৃণমূলের দলীয় সভা ছিল। সেখানেই নাম না করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি দেন তিনি। মালদার তৃণমূল সভাপতি বলেন, 'আমি তখনও বলেছিলাম, আজকেও বলেছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক যদি এরপরে তোমার মুখে এই কথাটা আরেকবার শুনি যে আমরা... বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠ পুড়িয়ে ছাই করে দেব। এটা পশ্চিমবঙ্গ। এখানে বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখবে না। অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দেবে।' তাঁর সংযোজন, 'বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে। এখানে যাঁরা বিজেপি করছেন, প্রতিবাদ করছে না তাঁদের জন্য বলছি, এলাকায় বিজেপি করা যাবে না। মানুষকে বলব বয়কট করুন। বিজেপির পতাকা ছিঁড়ে দিন।'
এর আগেও একাধিক বার বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল নেতা। এবারও শত সমালোচনা নিন্দার মুখেও মালদার জেলা তৃণমূল সভাপতির হুমকি থামছে না। তিনি বলেছেন, 'যে চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছ, চোখ দুটো বের করে নিতে এটা তোমরা জেনে রাখ, অন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাঙলাদেশি ভাবতে না পার। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে বাংলাদেশে পুশ করে দেব।'
বিজেপির পাল্টা জবাব
তৃণমূল নেতাকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেন, 'বিজেপি কর্মীরা ভয় পাবে না বা থামবে না। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী। এটা স্পষ্ট যে তৃণমূল বাংলার জনগণকে হুমকি দেয়। তারা ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সমর্থন করে। অন্যদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। তৃণমূল মানুষকে ভয় দেখায় এবং আবদুর রহিম বক্সী খবরের শিরোনামে আসার জন্য এই ধরনের কথা বলেন।' তবে বিতর্কের মুখেও অবস্থানে অনড় তৃণমূলের জেলা সভাপতি। তাঁর কথায়, 'বেফাঁস মন্তব্য নয় এটা। ২তারিখে বিধানসভায় দাঁড়িয়ে একজন বিজেপি বিধায়ক বলেছেন যে বাইরের পরিযায়ী শ্রমিকরা রোহিঙ্গা, সকলে বাংলাদেশি। এই ধরনের বক্তব্য রাখতে পারে। তাই বলেছি তার মুখে অ্যাসিড ঢেলে দিলে তার কণ্ঠরোধ হবে। জীবনে সে বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না। ১০০ শতাংশ ঠিক বলেছি।'