আবারও ভিন দেশে রক্তাক্ত ভারতীয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে রাস্তায় সকলের সামনে প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। তাতে বাধা দিতে গিয়েছিলেন ভারতীয় যুবক। আর তারই মাশুল দিতে হল তাঁকে। কোনও কথা না শুনেই ঘটনাস্থলে যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ওই ব্যক্তি।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।
আরও খবর-বিহারে SIR-এ আধার কার্ডকে মান্যতা! নির্বাচন কমিশনকে বিশেষ নির্দেশ SC-র
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ঘটনাটি ঘটেছে। ২৬ বছর বয়সি ওই যুবকের নাম কপিল। হরিয়ানার জিন্দ জেলার বরাহকলা গ্রামের বাসিন্দা কপিল কৃষক পরিবারের ছেলে। পরিবারের দাবি, ২০২২ সালে ডাঙ্কি রুট ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে যান কপিল। এই জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল তাঁকে।যদিও কপিলকে প্রথমে গ্রেফতার করা হয়, পরে আইনি প্রক্রিয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন থেকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। কপিল ক্যালিফোর্নিয়ার একটি দোকানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।পরিবারে সে-ই ছিল একমাত্র রোজগেরে। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ধীরে ধীরে সংসারের হাল ফেরাচ্ছিল কপিল। তারমধ্যেই ভয়াবহ দুর্ঘটনা।
আরও খবর-বিহারে SIR-এ আধার কার্ডকে মান্যতা! নির্বাচন কমিশনকে বিশেষ নির্দেশ SC-র
কপিলের এক আত্মীয় সংবাদমাধ্যমে জানান, কপিল শুধুমাত্র একজনকে দোকানের বাইরে প্রস্রাব করতে নিষেধ করেছিল। তাতেই সে গুলি চালিয়ে দেয়।প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে। তাঁকে হাসপাতালেও নিয়ে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা কপিলকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ভারতে কপিলের আত্মীয়দের খবর পাঠানো হয়েছে। এখন ক্যালিফোর্নিয়া থেকে কপিলের দেহ নিয়ে আসাই এখন তাদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ জমিজমা বিক্রি করে তারা কপিলকে বিদেশে পাঠিয়েছিলেন।এক আত্মীয় কপিলের মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনতে কেন্দ্র এবং হরিয়ানা সরকারের কাছে সহায়তা চেয়েছেন।তবে মার্কিন পুলিশ এখনও হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করতে পারেনি।