বেশ কিছুদিন আগেই জানা গিয়েছে নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে ফের ছোট পর্দায় ফিরবেন মধুমিতা সরকার। তারপর ভোলে বাবা পার করেগা' মেগার প্রোমোও মুক্তি পায়। আর সোমবার প্রকাশ্যে এল মেগা সম্প্রচারের দিনক্ষণ। কার কপাল পুড়ল?
আরও পড়ুন: 'বাঘি ৪'-এর কাছে দৌড়ে পিছিয়ে 'দ্য বেঙ্গল ফাইলস'! চতুর্থ দিনে কোন ছবি কত আয় করল?
মেগার প্রোমোয় কী দেখানো হয়েছে?
প্রোমোর শুরুতেই দেখানো হয়েছে রান্না করছেন এক মহিলা পাশাপাশি শহরের এক গলির ভিতর বেশ ভিড় ও শব্দ, তার মধ্যে থেকেই আবহে ভেসে আসছে মধুমিতার কন্ঠে র্যাপ। তারপরই পর্দায় দেখা মেলে নায়িকার। দেখা যায় র্যাপ করতে করতেই খেতে বসছে মধুমিতা থুড়ি পর্দার 'ঝিল'। আর তার মা রান্না করছে। এরপরই দেখা মেলে ঝিলের বাবার। তাঁকে দেখে র্যাপ থামিয়ে দেয় ঝিল। পাতে ভাতের সঙ্গে ডাল আর তরকারি দেখে বেশে রেগে যায় ঝিলের বাবা। সে চিৎকার করে বলে ওঠে 'আমার মাংস কোথায়?' তারপর ঝিলের মা কে বলতে শোনা যায়, ‘টাকা আসবে কোথা থেকে কিস্তি দিতে হবে না’।
এরপর তার বাবা খাবার থালা ছেড়ে উঠে গরম কড়াইয়ের সামনে তার মাকে ঠেলে মারধর শুরু করে। ঝিল এসে বাঁচায় মাকে। তারপর রাগে সে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে যায়। এরপরই দেখা যায় মাথায় রুমাল বেঁধে রাস্তায় মাইক হাতে র্যাপ করছে সে। আর তাকে ঘিরে একরাশ দর্শক। তবে এই সব কিছুর মাঝেই একটা গাড়ি এসে পড়ে। সেই গাড়িতেই দেখা মেলে নীলের। এই ধারাবাহিকে নায়ককে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: ‘গণপতি বাপ্পা মোরিয়া’ না বলায় প্রাণনাশের হুমকি পেলেন আলি, দিলেন সতর্কবার্তাও
রাস্তায় ভিড় দেখে নীলের অভিনীত চরিত্র গাড়ি থেকে নেমে আসে। তারপর ঝিলকে ডেকে বলে, ‘রাস্তা জ্যাম করে নাচ গান হচ্ছে।’ এরপর ঝিলকে বলতে শোনা যায়, 'গরীবের গান রাস্তায় হবে না তো কি আপনার রাজপ্রাসাদে হবে?' আর তার কথা শুনে হেসে ওঠে শ্রোতারা। তখন সকলকে থামিয়ে নায়ক বলে, ‘আমার একটা ওটি আছে আমাকে নার্সিংহোমে যেতে হবে।’ তা শুনে ঝিল বলে, ‘নার্সিংহোমে যাবেন তো পয়সা কামাতে।’ এরপর ফের নায়ককে বলতে শোনা যায়, 'আমি রোগীর টাকা পয়সা দেখে ওঁদের চিকিৎসা করি না।' আর তা শুনে ঝিল নিজেই রাস্তা পার করিয়ে দেয় নায়ককে।
নায়কের গাড়ির বনেটের উপর বসে সে রাস্তার ভিড় সরিয়ে দেয়। তখন নায়কের গাড়ির চালককে বলতে শোনা যায়, ‘আমাদের পাড়ার মেয়ে স্যার ঝিল। বাবা খুব অত্যাচার করে, মা লোকের বাড়ি কাজ করে সংসার চালায়। খুব কষ্টের জীবন মেয়েটার।’
প্রোমোর জানানো হয়েছে যে মেগা চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে। নতুন এই মেগা প্রতিদিন বিকেল সাড়ে ৫ টা থেকে দেখা যাবে। এই সময় ‘গীতা এলএলবি’ সম্প্রচারিত হত, বুলেট সরোজিনী শেষ হওয়ার পর থেকে। তাই সে ক্ষেত্রে অনেকেই ভাবতে তবে কি ‘গীতা এলএলবি’ শেষ হয়ে যাবে? না তা হচ্ছে না বরং এই ধারাবাহিক প্রতিদিন বিকেল ৫টা থেকে সম্প্রচারিত হবে।
অন্যদিকে, স্টার জলসায় বিকেল সাড়ে ৪টে থেকে সাড়ে ৫ পর্যন্ত পুরানো মেগা রাখি বন্ধন সম্প্রচারিত হত। সম্ভব এই মেগার সময় আধ ঘন্টা কমিয়ে দিতে পারে। অথবা ফের অন্য কোনও মেগার স্লট বদলও হতে পারে। তবে তা নিয়ে এখনও কিছু খোলসা করেননি নির্মাতারা।