৫ সেপ্টেম্বর টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের ছবি 'বাঘি ৪' এবং বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শকরা এই দুটি ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই দুটি ছবির মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। তবে দুটি ছবি দুটি ভিন্ন ধারার এবং ভিন্ন গল্পের উপর ভিত্তি করে তৈরি। এবার এই দুই ছবির চতুর্থ দিনের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। জেনে নেওয়া যাক কে কত আয় করেছে।
আরও পড়ুন: ‘গণপতি বাপ্পা মোরিয়া’ না বলায় প্রাণনাশের হুমকি পেলেন আলি, দিলেন সতর্কবার্তাও
আরও পড়ুন: কিঞ্জনলের সঙ্গে জুটি বাঁধবেন কনীনিকা-বাসবদত্তা, কোন OTT-তে মুক্তি পাবে ‘সাইকো’?
টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্ত অভিনীত 'বাঘি ৪' ছবিটি পরিচালনা করেছেন এ হর্ষ। সমালোচকদের কাছ থেকে এই ছবিটি প্রশংসা পেয়েছে। এই ছবিতে টাইগারের অভিনয়ের প্রশংসা করা হয়েছে। সঞ্জয়কে বরাবরের মতোই দুর্দান্ত দেখাচ্ছে। টাইগার এবং সঞ্জয় ছাড়াও, হরনাজ সান্ধু এবং সোনম বাজওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিটি প্রথম দিনে ১২ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে এটা ৯.২৫ কোটি টাকা আয় করে। ছবিটি তৃতীয় দিনে ১০ কোটি টাকা আয় করেছে। এবার ছবিটির সোমবারের আয়ের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। স্যাকনিষ্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'বাঘি ৪' চতুর্থ দিনে ২.৫৪ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখনও পর্যন্ত ছবিটির মোট কালেকশন ৩৩.৭৯ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: 'আর বেশি সময় নেই..', অনবদ্য কায়দায় ট্রোলারকে উপযুক্ত শিক্ষা দিলেন স্বস্তিকা
আরও পড়ুন: বাবা হতে চান না অভয় দেওল! নেপথ্যে রয়েছে কোন বড় কারণ?
অন্যদিকে, বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিতে মিঠুন চক্রবর্তী, পল্লী জোশী, অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। শুরু থেকেই ছবিটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। আয়ের কথা বলতে গেলে, এটি 'বাঘি ৪'-এর থেকে অনেক পিছিয়ে। 'দ্য বেঙ্গল ফাইলস' প্রথম দিনে ১.৭৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে ছবিটি ২.১৫ কোটি টাকা। ছবিটি তৃতীয় দিনে ২.৭৫ কোটি টাকা আয় করেছে। চতুর্থ দিনের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'দ্য বেঙ্গল ফাইলস' সোমবার ০.৭৬ লক্ষ টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখনও পর্যন্ত ছবিটির মোট কালেকশন ৭.৫১ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে।