সোমবার রাতে হুলুস্থূল কাণ্ড কাজল আগরওয়ালকে নিয়ে! খবর ছড়িয়ে পড়ে অজয় দেবগণের নায়িকা গুরুতর আহত হওয়ার পরে একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো এই গুজব ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনে জল ঢালতে এগিয়ে আসতে হল কাজলকেই।
অভিনেত্রী নিজেই স্পষ্ট করে দেন যে এই প্রতিবেদনগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন কাজল আগরওয়াল সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের নিজের সুস্থতার কথা আশ্বস্ত করেছেন। তিনি বলেন, তিনি সুস্থ আছেন এবং ভিত্তিহীন জল্পনা-কল্পনায় মাথা না ঘামানোর। তিনি বলেন, ‘আমি কিছু ভিত্তিহীন খবর পেয়েছি যাতে দাবি করা হয়েছে যে আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছি এবং আমি আর নেই! সত্যি বলতে, এটি বেশ মজাদার কারণ এটি একেবারেই অসত্য’। কাজল তাঁর ইনস্টাগ্রাম স্টোরি এবং এক্স-এ এই কথা জানান। তিনি আরও বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমি পুরোপুরি সুস্থ, নিরাপদ এবং খুব ভালো আছি। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা খবরে বিশ্বাস করবেন না বা প্রচার করবেন না। আসুন আমরা তার পরিবর্তে ইতিবাচকতা এবং সত্যের দিকে আমাদের শক্তিকে ফোকাস করি।’

সম্প্রতি স্বামী গৌতম কিচলুর সঙ্গে মালদ্বীপে গিয়েছিলেন কাজল। সঙ্গী তাঁর বছর তিনের শিশুপুত্র। ২০২০ সালে গাঁটছড়া বাঁধনে নায়িকা। দু-বছর পর তাঁর কোল আলো করে আসে নীল। আপতত কেরিয়ার আর মাতৃত্বই কাজলের জীবনের মূল ফোকাস।
কাজলকে শেষবার দেখা গিয়েছিল বিষ্ণু মাঞ্চুর কান্নাপ্পা ছবিতে। তিনি সলমন খান এবং রশ্মিকা মন্দন্না অভিনীত হিন্দি চলচ্চিত্র সিকান্দারতেও অভিনয় করেছিলেন। আগামিতে কমল হাসানের 'ইন্ডিয়ান ৩' ছবিতে দেখা যাবে তাঁকে। নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্য রামায়ণের অংশও কাজল। ধারণা করা হচ্ছে, কাজল রাবণের স্ত্রী মন্দোদারীর চরিত্রে অভিনয় করছেন। ছবিতে রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা যশ। সুতরাং জুটিতে দেখা যাবে যশ ও কাজলকে।