অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা।মঙ্গলবার ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে অ্যাপলের বহু প্রতীক্ষিত লঞ্চ ইভেন্ট 'অ্যাওয়ে ড্রপিং।' ক্যালিফোর্নিয়া-ভিত্তিক সংস্থার এই বিশেষ ইভেন্টকে ঘিরে গোটা টেক দুনিয়ায় এখন উত্তেজনা তুঙ্গে। রিপোর্ট বলছে, আইফোন ১৭ সিরিজের পাশাপাশি এদিন আরও একাধিক নতুন পণ্য লঞ্চ করতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপল এবারে ডিভাইসে হাইপরটেনশন ডিটেকশন মতো নতুন হেলথ ফিচার এবং এআই- সহ একটি নতুন সাবস্ক্রিপশন-ভিত্তিক হেলথ প্লাস পরিষেবা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
কখন এবং কোথায় দেখা যাবে এই ইভেন্ট?
'অ্যাওয়ে ড্রপিং' ইভেন্টটি ভারতে রাত সাড়ে ১০ টায় এবং ক্যালিফোর্নিয়া সময় অনুযায়ী, সকাল ১০ টায় শুরু হবে। প্রতিবারের আইফোন লঞ্চ ইভেন্টের মতো, 'অ্যাওয়ে ড্রপিং' ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে।লঞ্চ ইভেন্টটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ করা হবে। আপনি অ্যাপল টিভি অ্যাপেও ডেভেলপমেন্টগুলি সরাসরি দেখতে পারবেন, যা স্মার্টফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি-সহ অ্যাপল এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখা যাবে।অর্থাৎ, যে কেউ ঘরে বসেই সহজে এই লঞ্চ অনুষ্ঠান লাইভ দেখতে পারবেন।
'অ্যাওয়ে ড্রপিং ইভেন্ট'
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এবারের ইভেন্টে লঞ্চ হতে চলেছে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল-আইফোন ১৭, আইফোন ১৭ এআইআর,আইফোন ১৭প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। জানা গিয়েছে, প্রো মডেলটি একেবারে নতুন ডিজাইনে লঞ্চ হতে চলেছে। একই সঙ্গে প্লাস মডেলের পরিবর্তে আসবে আল্ট্রা-স্লিম এয়ার মডেল। ক্যামেরা প্রেমীদের জন্য এবার প্রথমবারের মতো সিরিজটিতে যুক্ত হচ্ছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
শুধু আইফোনই নয়, ইভেন্টে থাকছে আরও চমক। আসছে এআইআর পডস প্রো ৩, যেখানে নতুন চার্জিং কেস আরও ছোট হবে, ইয়ারবাডে মিলবে ডিজাইনের কিছু পরিবর্তন এবং যোগ হতে পারে লাইভ ট্রান্সলেশনের মতো বিশেষ ফিচার।এছাড়াও, বড় আপগ্রেড নিয়ে আসতে পারে অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩। প্রায় দুই বছর পর এই স্মার্টওয়াচে থাকবে আরও বড় ডিসপ্লে, এস১১ প্রসেসর, ৫জি সাপোর্ট এবং স্যাটেলাইট মেসেজিং ফিচার। পাশাপাশি, সাশ্রয়ী মূল্যের অ্যাপল ওয়াচ এসই-ও নতুন প্রসেসর এবং উন্নত ডিসপ্লের সঙ্গে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও অ্যাপল ওয়াচ সিরিজ ১১-এ বড় কোনও পরিবর্তন নাও আসতে পারে, তবে উজ্জ্বলতার মাত্রা বাড়ানো এবং নতুন রঙের বিকল্প দেওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, এবারের অ্যাপল ইভেন্টকে কেন্দ্র করে প্রত্যাশা আকাশছোঁয়া। নতুন প্রযুক্তি ও চমকপ্রদ ফিচারের ঘোষণা বাড়িয়ে দিয়েছে ব্যবহারকারীদের কৌতূহল।