ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দুর্গাপুজোর আর মাস খানেকও বাকি নেই। ইতিমধ্যেই চারিদিকে সাজো সাজোই রব। বছরে এই কটা দিন সকলেই নিজেকে সাজিয়ে তুলতে চান। কিন্তু কেবল নিজেকে সাজিয়ে তুললে তো হবে না, কারণ উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াতেই সার্থকতা। আর সেই কথাকে মাথায় রেখেই স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি (KSWS) সুন্দরবনের তরুণীদের স্বপ্ন পূরণের জন্য একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন, যার নাম 'স্বপ্নবন্ধন কনসার্ট ২০২৫'।
সুন্দরবনে ১০২টি দ্বীপ জুড়ে ৪.৩ মিলিয়ন মানুষের বসবাস। তাঁদের শিক্ষাগত বৈষম্য, শিশুশ্রম এবং বাল্যবিবাহের মুখোমুখি হতে হয় নানা সময়। এখানে নারী সাক্ষরতার হার মাত্র ২৫.৭%, যেখানে পশ্চিমবঙ্গের ৭৬.৩%। ২০১২ সালে শিক্ষাবিদ এবং পরিবর্তনকারী শতরূপা মজুমদার প্রতিষ্ঠিত কাটাখালী স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি তাঁর পাঁচটি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ শিক্ষার রূপান্তর ঘটাচ্ছে। ৯৫০ বেশি শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলছে। সামগ্রিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং নারী জীবিকা নির্বাহের উদ্যোগের মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন করছে। স্বপ্ন বন্ধন কনসার্ট ২০২৫ কেবল একটি অনুষ্ঠানের চেয়েও বেশি কিছু, এটি সুন্দরবনের তরুণীদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতির উদযাপন হতে চলেছে।
২৯ অগস্ট শুক্রবার কলা কুঞ্জে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে 'স্বপ্নবন্ধন কনসার্ট ২০২৫'। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীত থেকে বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পীরা। এই বিশেষ সন্ধ্যায় জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, গায়ক দুর্নিবার সাহা, লেখিকা তথা পডকাস্টার শ্রীময়ী পিউ কুণ্ডুরা হাজির থাকবেন। এদিনের অনুষ্ঠানে দুর্নিবারের পারফর্মেন্সও থাকবে।