অভিযুক্তকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। বলা ভালো মহিলাটির বন্ধু ছিলেন। পিটিআই-এর রিপোর্ট মোতাবেক পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে গত দুয়েক বছর ধরেই পরিচয় ছিল। এমনকি যে সেলফিতে অভিযুক্ত লিখে যান, তিনি আবার ফিরে আসবেন, সেই সেলফিও মহিলাটির তোলা। এই তথ্য সামনে আসার পর পুরো ঘটনা ফের নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন - চোখে জল রাষ্ট্রপতির, দৃষ্টিহীনদের মুখে জন্মদিনের শুভেচ্ছা শুনে বাধ ভাঙল আবেগ
ঠিক কী ঘটেছিল?
গত বুধবার পুনেতে এগারো তলার ফ্ল্যাটের বাসিন্দা এক তরুণীর মুখে রাসায়নিক স্প্রে করে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। তার পর তরুণীর ফোন দিয়ে তাঁর ছবি তুলে অভিযুক্ত ‘আবার ফিরে আসব’ মেসেজ লিখে যায় বলে অভিযোগ। ঘটনার দুদিন পর মুম্বই পুলিশ ফরেন্সিকের সাহায্যে অভিযুক্তকে পাকড়াও করে। কিন্তু সম্প্রতি জেরা করে জানা গিয়েছে দুজনেই পূর্বপরিচিত। ফলে নয়া মোড় নিয়েছে গোটা ঘটনা।