২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পড়েছে ৭ সেপ্টেম্বর। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে, এই দিনই সমসপ্তক যোগ রয়েছে। গণনা অনুসারে, মঙ্গল ও শনিদেব মিলে তৈরি করবেন সমসপ্তক যোগ। এই বিরল যোগ বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে সৌভাগ্য আনতে চলেছে। বহু রাশির আয় বৃদ্ধি পেতে চলেছে তারফলে। চন্দ্রগ্রহণের সময় এই সমসপ্তক যোগ, কোন কোন রাশির ভাগ্যে সৌভাগ্য বর্ষণ করবে, দেখা যাক।
বৃষ
আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি করতে পারবেন। সাহিত্য চর্চা, সঙ্গীত, প্রদর্শনের দিক থেকেও সময় ভালো কাটবে। এই সময় আপনার কোথাও যাত্রা লাভদায়ক হবে। বিদেশে জড়িত কোনও কাজ যদি করেন, তাহলে সময় ভালো যেতে চলেছে। চাকরিতে উন্নতি ও নতুন প্রজেক্ট শুরু হতে পারে। বিদেশে বহু পড়ুয়া যেতে পারবেন।
( Aditya Mangal Rajyog: কপাল খুলে দেবে আদিত্য মঙ্গল যোগ! সুদিন ফিরছে ৩ রাশিতে, লাকি কারা?)
( New Two-Tier GST: দুই স্ল্যাবে জিএসটি, দুর্গাপুজোর আগেই নতুন রেট আসছে! কী কী সস্তা, কোনগুলি দামি?)
মিথুন
কাজের দিক থেকে সময় ভালোর দিকে যাবে। কোনও ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন। চাকরির অফার পেতে পারেন। যাত্রা লাভদায়ক হবে। ব্যবসায় লাভ হতে পারে। যাঁরা চাকরির খোঁজ করছেন তাঁরা পেতে পারেন চাকরি। ব্যবসায়ীদের ভাগ্যে টাকা রোজগারের সুযোগ আসবে। ব্যবসার বিস্তার হবে। আপনার বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
তুলা
স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে আলাদা করে আনন্দ আসবে। অনেক স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারবে। আপনি যে সমস্ত প্রকল্প ভেবেছেন, তা সফল হবে। টাকা অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীরা সম্পত্তি কিনতে পারবেন। সব দিক থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )