২১ সেপ্টেম্বর মহালয়া পার হলেই রয়েছে নবরাত্রি। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নবরাত্রির প্রথম দিন। এই নবরাত্রিতে ৯ দিন ধরে দেবীর ৯ রূপের পুজো শুরু হয়। আর সেই সময়ই রয়েছে মহালক্ষ্মী রাজযোগ। ২২ সেপ্টেম্বর রয়েছে নবরাত্রির প্রথম দিন। আর নবরাত্রি শেষ হচ্ছে ২ অক্টোবর। এই সময়ের মধ্যে চন্দ্র ২ অক্টোবর তুলাতে প্রবেশ করছে। যার ফলে কিছু রাশির ভাগ্য ঘুরতে চলেছে। এই ঘটনার নানা রকমের প্রভাব পড়তে পারে বহু রাশিতে। তবে কিছু রাশিতে এর সুপ্রভাব পড়তে চলেছে। এই যোগের ফলে কারা লাকি? দেখে নিন।
তুলা
আপনাদের জন্য মহালক্ষ্মী রাজযোগ বেশ লাভপ্রদ হতে পারে। আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি হতে পারে। আপনার সাহস ও পরাক্রমে বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবন আগের থেকে ভালোর দিকে যেতে পারে। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো হবে। স্বপ্নগুলিকো বাস্তবের রূপ দেওয়ার দিশা পাবেন। অবিবাহিত লোকজনের বিয়ের প্রস্তাব আসতে পারে।
( Putin Zelensky:‘জেলেনস্কিকে মস্কোয় আসতে দিন..’, রুশ-ইউক্রেন সংঘাতে বৈঠক ইস্যুতে পুতিন-বার্তা)
মকর
এই রাজযোগ আপনার কর্মভাবে তৈরি হচ্ছে। এবার নবরাত্রিতে ভালো সময় শুরু হতে চলেছে। মহালক্ষ্মী যোগে নবদুর্গার আরাধনার সময় থেকেই শুরু হবে সুসময়। চাকরিতে এই সময় প্রমোশন বা নতুন কোনও অফার পেতে পারেন। ব্যবসায় বিপুল উন্নতি পাবেন। কোথাও যাওয়াও লাভদায়ক হবে। আপনি প্রতিদ্বন্দ্বীদের থেকে আগে যাবেন।
কুম্ভ
এই যোগ নবমভাবে তৈরি হতে চলেছে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। এই সময় ধার্মিক বা মাঙ্গলিক কাজকর্ম শুরু করতে পারেন। চাকরিতে উন্নতি বা নতুন কোনও প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন। পড়ুয়াদের বিদেশে পড়ার সুযোগ আসতে পারে। এই সময় বাবার সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )