মোহিত সুরি পরিচালিত ছবি 'সাইয়ারা' ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এই ছবির হাত ধরে মোহিত ফের নিজেকে প্রমাণ করেছেন। এই রোম্যান্টিক ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে আহান পান্ডের। দর্শকরা ছবিটির গল্প খুব পছন্দ করছেন। ইতিমধ্যে, ‘সাইয়ারা’ দশম দিনের পা রেখেছে। দেখে নেওয়া যাক দশ দিনে ছবিটি কত আয় করল।
আরও পড়ুন: 'রাঁঝানা' করতে চাইনি ধনুশ! তাঁকে রাজি করাতে পরিচালক যা করেন, মুখ খুললেন নায়ক
আরও পড়ুন: স্নাতক হলেন অজয়-কন্যা নাইসা! মেয়েকে নিয়ে আবেগে ভাসলেন মা কাজল
যশ রাজ ব্যানারে নির্মিত 'সাইয়ারা' তরুণ প্রজন্মের খুবই পছন্দের ছবি হয়ে উঠেছে। ছবিতে আহান পান্ডের সঙ্গে অনীত পান্ডার জুটি সকলকে মুগ্ধ করেছে। নতুন অভিনেতাদের অভিনয়ও বেশ প্রশংসা পাচ্ছে। 'সাইয়ারা'-এর গল্পই শুধু নয়, এর গানগুলিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ট্রেন্ড করছে। প্রথম দিনেই ছবিটি জাদু দেখিয়েছিল।
আরও পড়ুন: ধূমকেতুর পর কি আর কোনও ছবিতে দেব-শুভশ্রীকে জুটিতে দেখা যাবে? 'যদি আবদার করে…', মুখ খুললেন নায়ক
আরও পড়ুন: শুভশ্রীর জন্যই দেব ছবির ক্যাপশনে 'এমনি' লেখেন? ‘ওঁর সঙ্গে কথা হয়…’, যা বললেন নায়ক
'সাইয়ারা' সমালোচকদের পাশাপাশি তারকাদের কাছ থেকেও যথেষ্ঠ প্রশংসা পাচ্ছে। 'সাইয়ারা' প্রথম দিনেই বক্স অফিসে ২১ কোটি টাকা আয় করেছিল। রবিবারও ছবিটি বেশ ভালো আয় করেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'সাইয়ারা' দশম দিনে প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে। তবে এগুলোই যে চূড়ান্ত পরিসংখ্যান, তা কিন্তু নয়।
'সাইয়ারা'-এর দিনভিত্তিক সংগ্রহ দেখুন
প্রথম দিন- ২১.৫ কোটি টাকা
দ্বিতীয় দিন- ২৬ কোটি টাকা
তৃতীয় দিন- ৩৫.৭৫ কোটি টাকা
চতুর্থ দিন- ২৪ কোটি টাকা
পঞ্চম দিন- ২৫ কোটি টাকা
ষষ্ঠ দিন- ২১.৫ কোটি টাকা
সপ্তম দিন- ১৯ কোটি টাকা
অষ্টম দিন- ১৮ কোটি টাকা
নবম দিন- ২৬.৫ কোটি টাকা
দশম দিন- ৩০.০০ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
মোট সংগ্রহ- ১৮৫.৮৭ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
প্রসঙ্গত, 'হাউসফুল ৫'-এর আয়কে পিছনে ফেলেছে 'সাইয়ারা'। এখন ভিকি কৌশলের 'ছাবা'-কে পিছনে ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ছবিটি এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি হয়ে উঠেছে। কিন্তু এখনও 'সাইয়ারা' ভিকি কৌশলের 'ছাবা'-র থেকে অনেকটাই পিছিয়ে। 'ছাবা' ৬০১.৫৪ কোটি টাকা আয় করে এই বছরের সর্বোচ্চ আয়কারী ছবি এখনও পর্যন্ত।