বি-টাউনের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবং অভিনেত্রী কাজলের জীবনে খুব বিশেষ দিন এসে হাজির। এই বিশেষ দিনে দু'জনেই গর্বে ফেটে পড়ছেন। এর কারণ আর কেউ নন, তাঁদের আদরের মেয়ে নাইসা দেবগন। হ্যাঁ, নাইসা এবার স্নাতক ডিগ্রি সম্পন্ন করলেন। এই উপলক্ষ্যে অজয় এবং কাজলের খুশির সীমা ছিল না। নাইসার স্নাতক ডিগ্রি অর্জনের অনুষ্ঠানের একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
আরও পড়ুন: ধূমকেতুর পর কি আর কোনও ছবিতে দেব-শুভশ্রীকে জুটিতে দেখা যাবে? 'যদি আবদার করে…', মুখ খুললেন নায়ক
আরও পড়ুন: 'প্রথম ভালোবাসার অনুভূতিটা কখনও ভোলা যায় না…', হঠাৎ কেন এমন লিখলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী?
নাইসা স্নাতক হয়েছেন
অজয় দেবগন এবং কাজলের মেয়ে নাইসা দেবগনের বয়স এখন ২২ বছর। তাঁদের মেয়ে বর্তমানে সুইজারল্যান্ডের প্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে পড়াশোনা করেছেন। তিনি লাক্সারি ব্র্যান্ড স্ট্র্যাটেজিতে স্পেশালাইজেশন করে, ইন্টারন্যাশানাল হসপিটালিটি নিয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন। এই ডিগ্রির সার্টিফিকেট যখন তাঁর হাতে তুলে দেওয়া হয় সেই সময়ের একটি ভিডিয়ো এখন এক্স হ্যান্ডেলে ভাইরাল। সেখানে নাইসাকে মঞ্চে দেখা গিয়েছে।
আরও পড়ুন: শুভশ্রীর জন্যই দেব ছবির ক্যাপশনে 'এমনি' লেখেন? ‘ওঁর সঙ্গে কথা হয়…’, যা বললেন নায়ক
আরও পড়ুন: কবীরের সঙ্গে জন্মদিন উদযাপন কৃতির, সত্যি কি প্রেম করছেন তাঁরা? কত বয়স হল নায়িকার?
তাঁর চোখে মুখে ধরা পড়েছে খুশির ঝলক। ওই মুহূর্তে তাঁর মুখ উজ্জ্বলতায় ভরে ছিল। ওই ভিডিয়োতে দেখা যায় নাইসা মঞ্চে যাচ্ছেন। তখন উল্লাস আর আনন্দের আবহ। চারিদিকে হাততালির শব্দ। আর তার মধ্যে থেকেই একটি উৎসাহী মহিলা কন্ঠ শোনা যায়, অনেকের ধারনা সেই কন্ঠস্বর নাইসার মা কাজলের। তাঁর মাকে চিৎকার করে বলতে শোনা যায়, 'লেটস গো বেবি।'
আরও পড়ুন: বিয়েতে ভয় সৌমিতৃষার! এখনও কেন সিঙ্গল তিনি? ‘অতিরিক্ত ভালোবাসা…’, যা বললেন নায়িকা
অজয় এবং কাজলের মেয়ে নাইসা এখনও অভিনয় জগতে পা রাখেননি। তা সত্ত্বেও, সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়, এখন থেকেই তাঁর অনুরাগীরদের সংখ্যা নিতান্তই কম নয়। নাইসাকে প্রায়শই তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায়। তাছাড়াও অনেকে সময় বি-টাউনের নানা অনুষ্ঠানে পরিবারের সঙ্গে তাঁকে নজর কাড়তে দেখা গিয়েছে তাঁকে।