দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। এরপর মার্চ মাসে ধুমধাম করে হয় তাঁদের সামাজিক বিয়ে। এটা কাঞ্চনের তৃতীয় বিয়ে, তাছাড়াও কাঞ্চনের থেকে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই। তাই তাঁদের বিয়ে নিয়ে তাঁদের নানা কটাক্ষ শুনতে হয়েছিল। তবে সে সব কখনওই খুব একটা পাত্তা দেননি তাঁরা। বরাবরই খুল্লামখুল্লা প্রেম করেছেন। আর এবার ইনস্টাগ্রামে শ্রীময়ী লিখলেন, ‘প্রেম কখনও পুরনো হয় না…’। কিন্তু হঠাৎ কেন এমন লিখলেন তিনি? তবে কী কাঞ্চনের উদ্দেশ্যেই এই বার্তা?
আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ভারতী? ‘হ্যাঁ, আমরা এটা…’, যা বললেন অভিনেত্রী
না কাঞ্চনকে উদ্দেশ্য করে এমনটা লেখেননি নায়িকা। তিনি ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি 'গুড বাই মাউন্টেন'-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন। ঋতুপর্ণার সঙ্গে শ্রীময়ীর খুবই মধুর সম্পর্ক। ঋতুপর্ণার প্রায় সব ছবির প্রিমিয়ার বা ট্রেলার লঞ্চে দেখা মেলে তাঁর। তাছাড়াও ঋতুপর্ণার সঙ্গে ছবি দিয়ে মাঝে মাঝেই নানা কথা ভাগ করে নেন শ্রীময়ী। আর এই ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এবারও ঋতুপর্ণার ছবির প্রিমিয়ারে গিয়ে তাঁর সঙ্গে ছবি তুলে নানা কথা লিখলেন শ্রীময়ী।
আরও পড়ুন: ধূমকেতুর পর কি আর কোনও ছবিতে দেব-শুভশ্রীকে জুটিতে দেখা যাবে? 'যদি আবদার করে…', মুখ খুললেন নায়ক
শনিবার ইনস্টাগ্রামে শ্রীময়ী বেশ কয়েকটি ছবি ভাগ করে ক্যাপশনে লেখেন, ‘ইন্দ্রাশীষদার পরিচালনায় গুড বাই মাউন্টেন, দু’জন ভালবাসার মানুষের গল্প। এই সিনেমাটি এটাই বলে প্রেম কখনও পুরানো হয় না। সত্যিই তো ,আমরা বলি ঠিকই প্রাক্তন, কিন্তু প্রথম ভালোবাসার অনুভূতিটা কখনও প্রাক্তন হয় না, কখনও পুরোপুরি ভাবে ভোলাও যায় না। অস্বীকার ও করা যায় না। ভালোবাসার অনুভূতিটা চিরস্থায়ী হয়ে থেকে যায়। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্তর অনবদ্য কেমিস্ট্রি, প্রগাঢ় আদর এবং রোম্যান্স এবং সর্বশেষে ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করে জীবনের সত্যিটাকে মেনে নেওয়া। একটা অসাধারণ গল্প। ঋতুপর্ণা সেনগুপ্ত মানে সম্পর্ক থাকবে, প্রেম থাকবে, বিরহ থাকবে, আনন্দ থাকবে, সর্বোপরি ভালো একটা গল্প থাকবে। আমি নিশ্চিত আপনারা যদি সিনেমা হলে গিয়ে একবার সিনেমাটা দেখেন, তাহলে যাদের মনে হচ্ছে যে জীবন থেকে প্রেম চলে গিয়েছে, তারা আবার নতুন করে প্রেম ফিরে পাবেন। আবার ভালবাসতে ইচ্ছা করবে। আর আমি তো সব সময় পাহাড়প্রেমী মানুষ। তাই বলব গুড বাই মাউন্টেন সিনেমাটি দেখে আপনাদের ও পাহাড়ে গিয়ে বারবার প্রেম করতে ইচ্ছে করবে।'