২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী 'ধূমকেতু'-র। তারপরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি। মাঝে কেটে গিয়েছে প্রায় ৯টা বছর। তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। চলতি বছরের ১৪ অগস্ট অবশেষে 'ধূমকেতু' মুক্তি পেতে চলেছে। সেখানে বহু বছর পর দেব-শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকরা। এক সময় তাঁদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি।
আরও পড়ুন: শুভশ্রীর জন্যই দেব ছবির ক্যাপশনে 'এমনি' লেখেন? ‘ওঁর সঙ্গে কথা হয়…’, যা বললেন নায়ক
কেবল পর্দায় নয় বাস্তবেও তাঁদের প্রেম ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। কিন্তু প্রেম ভাঙার পর ‘ধূমকেতু’তে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন ঠিকই, কিন্তু তার পর থেকে আজ পর্যন্ত একসঙ্গে আর কোনও কাজ করেননি দেব-শুভশ্রী।
আরও পড়ুন: পোশাক নিয়ে খুঁতখুঁতে ছেলে কবীর, চিন্তায় কোয়েল! মেয়ের সঙ্গে প্রথম পুজোয় কী প্ল্যান নায়িকার?
কিন্তু ‘ধূমকেতু’র পর কি আর কোনও ছবিতে পরবর্তীকালে তাঁদের ফের জুটি বাঁধতে দেখা যাবে? দর্শকদের মনে এখন দানা বেঁধেছে সেই প্রশ্নই। এই প্রসঙ্গে নায়ক সিটি টকিজ শোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই ছবিটা যদি চলে, যাঁদের জন্য চলবে, মানে আমার ধূমকেতুর দর্শক, তাঁরা যদি ফের আবদার করে তাহলে পৃথিবীতে কোনও শক্তি নেই সেটাতে না বলার। তবে আমার মনে হয় ওটা ভবিষৎ। তাই ভবিষতের কথা এখন থেকে বলে লাভ নেই। এখন দরকার ধূমকেতুকে আমরা মানুষের কাছে কীভাবে নিয়ে যাবো বা পৌঁছে দিতে পারব, যাতে তাঁদের মনে হয় ধূমকেতু প্রথম দিনেই দেখতে হবে। সেটাই এখন আমাদের চেষ্টা।'
আরও পড়ুন: কনের সাজে নন্দিনী-সাইনা! 'লাপাতা লেডিজ'-এর আদলে আসছে জি বাংলার নতুন মেগা 'কনে দেখা আলো'?
প্রসঙ্গত এর আগে শুভশ্রী আনন্দলোককে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেছিলেন, 'আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চরিত্রটা কী রকম সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার বিপরীতে কে আছেন সেটা নয়। আমাকে যে চরিত্রের জন্য অফার করা হবে সেটা যদি আমার ভালো লাগে, সেটার গুরুত্বটা যদি বুঝতে পারি… কারণ শুধু একটা গানের জন্য আমি কোনও ছবি করব না। যদি ভালো চিত্রনাট্য পাই, তাহলে না করার তো কিছু নেই।’