দেব তাঁর নানা ছবি ও ভিডিয়ো নানা সময় তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেবকে একটা একটা বিশেষ ক্যাপশন দিতে দেখা যায় ওই সব ছবি ও ভিডিয়োর সঙ্গে। আর সেই ক্যাপশনটা হল 'এমনি'। এই নিয়ে মাঝে মাঝে ট্রোলও হয়, তাছাড়া নানা মিম তো রয়েইছে। তবে বেশ কিছু দিন আগে। দেব রঘু ডাকাতের শ্যুটিং সারার পর যখন দাড়ি গোঁফ কামিয়ে তাঁর নতুন লুকের ছবি সকলের সামনে এনেছিলেন, তখন ওই একই ক্যাপশন দিয়েছিলেন নায়ক। আর তখনই একটি ভিডিয়ো ভাইরাল হয়।
আরও পড়ুন: শ্রীময়ীর দাবি কাঞ্চন নাকি আর তাঁর যত্ন নিচ্ছেন না, তাই ঘটেছে এই বিপদ! কী হল নায়িকার?
সেই ভিডিয়োয় দেখা যায় দেবের বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট। প্রত্যেকটি ছবির ক্যাপশনেই লেখা রয়েছে ‘এমনি’। তারপর সামনে আসে ‘চ্যালেঞ্জ’ সিনেমার একটি ছোট্ট দৃশ্য। সেখানে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 'চ্যালেঞ্জ' ছবির ওই ছোট্ট ক্লিপিংটিতে দেখা যায়, দেবের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন শুভশ্রী। দেব যখন শুভশ্রীকে জিজ্ঞাসা করছেন, তিনি কেন বন্ধুত্ব করতে চান? উত্তরে নায়িকা বলেন ‘এমনি’। অর্থাৎ এই ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হয় যে শুভশ্রীর জন্যই নাকি দেব 'এমনি' কথাটা ক্যাপশনে ব্যবহার করেন।
এবার সেই ভিডিয়ো প্রসঙ্গে অভ্র রায়কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খোলেন নায়ক। নায়ককে সেই ভিডিয়োটি দেখানো হলে প্রথমে তো তিনি ভীষণ হাসেন। তারপর দেব শুভশ্রীর নাম উল্লেখ করেন না বরং রুক্মিণীর কথা উল্লেখ করে বলেন, ‘রুক্মিণী ইংরেজিটা খুব ভালো লেখে। দেখি যখনই কোনও পোস্ট করে লম্বা লম্বা পদ্য লেখে। বাকিদেরও দেখি অনেক কিছু লেখে। আমি ভাবলাম এত লম্বা লম্বা লেখে মানুষ পড়ে কী করে? আমার একটা ছবি পোস্ট করার ছিল একদিন। তো আমি গুগল খুলে লিখলাম এটা আমি লিখতে চাই, তখন দেখি গুগল একটা লম্বা কবিতা দেখালো। সেটা দেখে মনে হল, আমার সঙ্গে যাচ্ছে না। আমার চরিত্রের সঙ্গে যাচ্ছে না। তখন রুক্মিণী পাশেই ছিল। ওঁর সঙ্গে কথা হয়। ও জানতে চায় কী লিখতে চাও। আমি বলি ‘এমনি’ লিখতে চাই। তখন রুক্মিণী বলে, ‘তাই, তাহলে লিখে দাও।’ আমি বলি, ‘এমনি লিখে দেব?’ রুক্মিণী বলেন, 'হ্যাঁ তাতে কী আছে?' এই ভাবেই 'এমনি' কথাটা লেখা শুরু করি।'
দেব আরও বলেন, ‘সব সময় কী ওতো চিন্তা ভাবনা করা যায় নাকি। এটা আমি কেন পোস্ট করছি। আমি এমনি পোস্ট করছি। দ্বিতীয়বারও একই কথা মাথায় এসেছে এত কে লিখবে। এত মাথাব্যাথা কীসের? ছবি পিছনে আকাশ না কী আছে, সেটা নিয়ে কবিতা খুঁজতে যাব, কে লিখবে এত। ‘এমনি’ দিয়েই দিয়ে দেব। তারপর আসতে আসতে ওটাই লিখতে শুরু করলাম। এবার সমস্যাটা শুরু হল যখন আমি 'এমনি' লিখছি না। তখন সবাই বলতে শুরু করল 'এমনি' কোথায় ‘এমনি’ কোথায়? তারপর থেকে 'এমনি' লিখতে শুরু করলাম। আমি ভাবিনি ‘এমনি’ এত হিট হবে। এমনিটা এমনি ভাবেই এসেছে।'