বোনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে মল্লিক বাড়ির পুজো অন্যতম। এই পুজো ঐতিহ্যবাহী তো বটেই, পাশাপাশি এই বাড়ির দুই বিশেষ মানুষ বিনোদন জগতের উজ্জ্বল মুখ। একজন হলেন রঞ্জিত মল্লিক আর একজন হলেন তাঁর সুযোগ্য কন্যা কোয়েল মল্লিক। গত ডিসেম্বরে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল। ৪২ বছর বয়সে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নিসপাল-ঘরণী। ছেলে-মেয়েকে নিয়ে এখন ভরা সংসার নায়িকার। তবে এবারের দুর্গাপুজো তাঁর জন্য খুবই বিশেষ। কারণ এই বছরই প্রথমবারের জন্য মেয়েকে নিয়ে কোয়েলের দুর্গাপুজোর উদযাপনে মাতবেন। তাই এখন থেকেই নায়িকা শুরু করে দিয়েছেন তোড়জোড়।
আরও পড়ুন: কনের সাজে নন্দিনী-সাইনা! 'লাপাতা লেডিজ'-এর আদলে আসছে জি বাংলার নতুন মেগা 'কনে দেখা আলো'?
পুজোর আগে কী কী প্রস্তুতি নিচ্ছেন কোয়েল?
আনন্দবাজার বছরের বেস্টে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘কাব্যর এটা প্রথম পুজো। ওঁর ফ্রক আর ঘাঘরা বানাতে এখন আমি ব্যস্ত আছি। আর কবীরের যে রকম কুর্তা পাজামা হয় সেটা এরপর হবে। এখন কাব্যর পোশাক দিয়ে শুরু হল। এরপর কবীরের পালা, আসলে কবীরের অনেক মতামত আছে ওর পোশাকের বিষয়ে। ভীষণই খুঁতখুঁতে। এই বয়সেই এতটা খুঁতখুঁতে, জানি না এরপর কী হবে। মাথাটাই খারাপ করে দেবে। দু’জনকে নিয়ে মনে হয় এবারের পুজো খুব বিশেষ হতে চলেছে।'
আরও পড়ুন: শ্রীময়ীর দাবি কাঞ্চন নাকি আর তাঁর যত্ন নিচ্ছেন না, তাই ঘটেছে এই বিপদ! কী হল নায়িকার?
তাছাড়াও নায়িকা তাঁর পুজোর কীভাবে কাটবেন তাও জানান সকলকে। তিনি জানান প্রতি বছরের মতো এ বছরও বাড়িতেই সকলের সঙ্গে পুজো কাটাবেন। তাঁর কথায়, আমাদের বাড়ির যত আত্মীয়-স্বজন পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে চলে আসেন কলকাতায় পুজো কাটানোর জন্য। তাই বাড়ির পুজো ছাড়া অন্য কোনও জায়গা ভাবতেই পারি না।'
আরও পড়ুন: শুভশ্রীর জন্যই দেব ছবির ক্যাপশনে 'এমনি' লেখেন? ‘ওঁর সঙ্গে কথা হয়…’, যা বললেন নায়ক
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর। তারপর ২০২০-র ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর। এর পর ২০২৪ সালের পুজোর সময় নায়িকা জানান তিনি ফের মা হতে চলেছেন। তারপর ওই বছরই ডিসেম্বরে তাঁর কোল আলো করে আসে মেয়ে কাব্য।