কিছুদিন আগেই জি বাংলার পর্দায় এসেছে নতুন মেগা 'দাদামণি'। তবে তার মাঝেই শোনা গিয়েছিল ফের নতুন মেগা আসতে চলেছে। আর সেখানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিখ’ খ্যাত অভিনেত্রী 'জুডো ঝিলিক' অর্থাৎ নন্দিনী দত্তকে দেখা যাবে। আর সঙ্গে দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত সাইনা চট্টোপাধ্যায়কে। এবার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে এল মেগায় অভিনেত্রীদের প্রথম লুক ও পোস্টার।
আরও পড়ুন: শুভশ্রীর জন্যই দেব ছবির ক্যাপশনে 'এমনি' লেখেন? ‘ওঁর সঙ্গে কথা হয়…’, যা বললেন নায়ক
কী দেখা গিয়েছে?
শুরুতেই গ্রামের প্রেক্ষাপটে গোধূলি আলোর ছটার মাঝে হাসি মুখে, লাল টুকটুকে বেনারসি, আগেকার ডিজাইনের সোনার নেকলেস, কানে ঝুমকো, নাকে নথ, মাথায় টিকলি, কপালে লালা টিপ, চন্দন কল্কা আর সিঁথি ভর্তি সিঁদুরে নজর কেড়েছেন সাইনা। পাশে লেখা 'গ্রামের মেয়ে লাজবন্তী'। আর তারপর পরই পর্দায় ভেসে উঠেছে নন্দিনীর মুখ। তাঁকেও কোনের সাজে লালা টুকটুকে বেনারসী, গলায় আধুনিক ডিজাইনের নেকলেস, লম্বা ঝোলা হার, নাকে টানা নথ, মাথায় টানা টিকলি, খোঁপায় জড়ানো জুঁইয়ে মালা, মাথায় শোলার মুকুট ও ভেলে দেখা গিয়েছে। তাঁর পাশে লেখা ফুটে উঠেছে, 'শহরের মেয়ে বনলতা'। তারপর দু'জনের ছবি একসঙ্গে পর্দায় ভেসে ওঠে সেখানে লেখা ফুটে ওঠে 'আসছে ওদের ঘর বাঁধার গল্প'। তারপর মেগার নাম দেখা যায় ‘কনে দেখা আলো’। আর এই ভিডিয়োর পুরো আবহ জুড়ে 'লাপাতা লেডিজ'-এর জনপ্রিয় গান ‘ধিমে ধিমে…’-এর সুর শোনা যায়।
আরও পড়ুন: শ্রীময়ীর দাবি কাঞ্চন নাকি আর তাঁর যত্ন নিচ্ছেন না, তাই ঘটেছে এই বিপদ! কী হল নায়িকার?
ফলে সবটা দেখে খানিকটা হলেও অনুমান করা যায় যে, 'লাপাতা লেডিজ'-এর আদলেই এই গল্প আসতে চলেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে নায়কদের এখনও সামনে আনা হয়নি। তবে জানা গিয়েছিল যে, এই মেগায় নন্দিনীর বিপরীতে স্টার জলসার 'চিনি' ধারাবাহিক খ্যাত অভিনেতা সোমরাজ মাইতিকে দেখা যাবে। তবে কেবল 'চিনি' নয়। তার আগেও একাধিক মেগায় নজর কেড়েছিলেন নায়ক। তাছাড়াও ছবিতে তিনি মিমি চক্রবর্তীর বিপরীতেও কাজ করেছেন। সমানেই তাঁর ছবি 'দেবী' মুক্তি পেতে চলেছে।
অন্যদিকে, সাইনা চট্টোপাধ্যায়ের বিপরীতে মৈনাক ঢোল নজর কাড়তে চলেছেন । এর আগে মৈনাককে 'মিঠিঝোরা' ধারাবাহিকে চিকিৎসক 'সার্থক'-এর ভূমিকায় দেখা গিয়েছিল। শোনা গিয়েছে ইতিমধ্যে নাকি মেগার প্রোমোর শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। মেগায় সবকিছু ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরের অগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা।