উইকিপিডিয়া অনুসারে বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি ৩৫ তম জন্মদিন উদযাপন করেছেন। আর এই উদযাপনেই তাঁকে কবীর বাহিয়ার সঙ্গে দেখা গিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে কবীরের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন নায়িকা। তাঁদের ফ্রান্সে ছুটি কাটাতেও দেখা গিয়েছে। সম্প্রতি জন্মদিন উদযাপনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেখানে অভিনেত্রীকে নাচতে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে যে এই ভিডিয়োটি তাঁর ফ্রান্স ভ্রমণের। সেখানে কবীর তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন।
আরও পড়ুন: শুভশ্রী নয়, প্রেমিকাকে পাশে নিয়ে ‘গানে গানে’ গাইলেন দেব! ‘ধূমকেতু’ নিয়ে বিশেষ বার্তা দিলেন রুক্মিণী
আরও পড়ুন: বিয়েতে ভয় সৌমিতৃষার! এখনও কেন সিঙ্গল তিনি? ‘অতিরিক্ত ভালোবাসা…’, যা বললেন নায়িকা
শোনা যাচ্ছে কবীর বাহিয়া কৃতি শ্যাননের জন্য একটি জমকালো সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন। সেখানে নায়িকাকে একটি ঝলমলে ব্র্যালেট, ম্যাচিং বডিকন স্কার্ট এবং লম্বা কেপ পরে খুব গ্ল্যামারাস দেখাচ্ছিল। ভাইরাল ওই ভিডিয়োতে, কৃতিকে মন খুলে নাচতেও দেখা গিয়েছে। অন্যদিকে তাঁর বন্ধুরাও সোনালী টুপি এবং পার্টির পোশাক পরেও নাচ করতে দেখা গিয়েছে নায়িকাকে। সব মিলিয়ে পার্টি যে বেশ জমজমাট ছিল তা তো বলাই বাহুল্য।
আরও পড়ুন: অন্নপ্রাশনের পরই ছেলের জন্মের ছ'মাস পালন! মধ্যরাতে কেক কেটে হল উদযাপন
আরও পড়ুন: 'প্রথম ভালোবাসার অনুভূতিটা কখনও ভোলা যায় না…', হঠাৎ কেন এমন লিখলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী?
কবীর কৃতির জন্মদিনে তাঁদের একটি সানকিসড সেলফি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, দু'জনে নাকি প্রায় দুই বছর ধরে একসঙ্গে আছেন। আর তাঁরা তাঁদের সম্পর্ক নিয়েও যথেষ্ট সিরিয়াস। আরও শোনা গিয়েছে যে, দু'জনেই নাকি বিয়ের কথা ভাবছেন। এই বছরের শেষের দিকে অথবা সামনের বছরের মধ্যেই নাকি তাঁদের বিয়ে হতে পারে।

আরও পড়ুন: ধূমকেতুর পর কি আর কোনও ছবিতে দেব-শুভশ্রীকে জুটিতে দেখা যাবে? 'যদি আবদার করে…', মুখ খুললেন নায়ক
আরও পড়ুন: শুভশ্রীর জন্যই দেব ছবির ক্যাপশনে 'এমনি' লেখেন? ‘ওঁর সঙ্গে কথা হয়…’, যা বললেন নায়ক
কাজের সূত্রে, কৃতি শ্যানন তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের প্রতিযোগিতায় ফেলে দিচ্ছেন। এরপর অভিনেত্রীকে ধনুশের সঙ্গে 'তেরে ইশক মে' ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রাই, তিনি 'রাঁঝানা' সিনেমাটিও তৈরি করেছিলেন।