বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের প্রেম জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে চর্চা। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে অভিনেত্রী তামিল সুপারস্টার ধনুশের সঙ্গে প্রেম করছেন। দু'জনকেই বিভিন্ন পার্টি এবং স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা যাচ্ছিল। এমনকী মৃণাল ইনস্টাগ্রামে ধনুশের বোনদের ফলোও করেন। দু'জনের একটি ভিডিয়োও ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল। শোনা যাচ্ছিল যে, তাঁদের বন্ধুত্ব নাকি এখন প্রেমে পরিণত হয়েছে, তবে তাঁরা আপাতত তাঁদের সম্পর্ককে লাইমলাইট থেকে দূরে রাখতে চান। তবে এই সব আদৌও গুঞ্জন নাকি এর পিছনে কোনও সত্যতা রয়েছে? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
আরও পড়ুন: ‘সাইয়ারা’ নয়, ‘মহাবতার নরসিংহ’ দেখে কাঁদলেন শ্বেতা! ‘চিৎকার করেছি…’, ছবি প্রসঙ্গে যা বললেন নায়িকা
ওনলি কলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে, মৃণাল ধনুশের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চা প্রসঙ্গে মুখ খোলেন। অভিনেত্রী বলেন, ‘ধনুশ শুধু আমার একজন ভালো বন্ধু।’ তিনি এই খবরগুলিকে হাস্যকর বলেছেন। তিনি জানান যে, এ খবরগুলোর কোনও সত্যতা নেই। মৃণাল আরও জানান যে, 'সন অফ সর্দার ২'-এর প্রিমিয়ারে ধনুশ তাঁর অতিথি হিসেবে সেখানে আসেননি। তিনি বলেন, 'ধনুশ অজয় দেবগনের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে এসেছিলেন, এতে আমার কোনও ভূমিকা ছিল না।' 'তেরে ইশক মে'-এর পার্টিতে ধনুশের সঙ্গে মৃণালকে দেখা যাওয়ার পরেই এই সম্পর্কের গুঞ্জনটি প্রথম চর্চায় আসে। এর পরে, 'সন অফ সর্দার ২'-এর স্ক্রিনিংয়ে তাঁদের একটি ছোট ভিডিয়ো ভাইরাল হয়।
আরও পড়ুন: দিব্যজ্যোতির সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় ডেবিউ অঙ্কিতার? রানার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে রহস্য
আরও পড়ুন: 'দিদি নম্বর ১ বন্ধ হলে আন্দোলনও শুরু হতে পারে...', লোকসভায় কম হাজিরা নিয়ে সাফাই রচনার
ধনুশের ব্যক্তিগত জীবন সম্পর্কে
ধনুশ ১৮ বছর ধরে ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন। ২০২২ সালে, তাঁরা দু'জনেই তাঁদের বিচ্ছেদের খবরটি সামনে আনেন। তাঁদের দুই সন্তান রয়েছে। তাঁদের দুই ছেলের নাম হল লিঙ্গা এবং ভ্রমণ। তাঁরা দু'জনেই একসঙ্গে বড় হচ্ছেন।
কাজের সূত্রে, অভিনেতা তাঁর আসন্ন ছবিগুলির কাজ ইতিমধ্যেই শুরু করছেন। নায়ককে কৃতি শ্যাননের সঙ্গে 'তেরে ইশক মো' ছবিতে দেখা যাবে। অন্যদিকে, মৃণালের ছবি 'সন অফ সর্দার ২' বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।