‘সাইয়ারা’ পর এবার ‘মহাবতার নরসিংহ’ বক্স অফিস কাঁপছে। তারকারাও এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন। ব্যতিক্রম নন শ্বেতা ভট্টাচার্যও। তিনিও স্বামী রুবেল দাসের ইচ্ছেপূরণ করতে পরিবারের সকলকে নিয়ে দেখে এলেন এই ছবি। শুধু তাই নয় ছবি দেখে কাঁদলেনও নায়িকা।
আরও পড়ুন: 'দিদি নম্বর ১ বন্ধ হলে আন্দোলনও শুরু হতে পারে...', লোকসভায় কম হাজিরা নিয়ে সাফাই রচনার
সোমবার নায়িকা একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে দেখা যায় যে রবিবার পরিবারের সঙ্গে ‘মহাবতার নরসিংহ’ দেখতে গিয়েছিলেন নায়িকা। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘এই সিনেমাটা দেখার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। কেমন লাগল দেখে তা আমি অবশ্যই জানাবো। কারণ এই ছবিটা আমার স্বামী রুবেলের অনেক দিন ধরে দেখার ইচ্ছে ছিল। ও এই সিনেমাটা দেখবে বলে পাগল হয়ে গিয়েছিল। আমি সাধারণত ভিডিয়ো করি না। কিন্তু এটা ওঁর জন্যই ভিডিয়ো করা।’
এরপর ছবি দেখা হলে নিজের কথা রাখেন শ্বেতা, জানালেন ‘মহাবতার নরসিংহ’ তাঁর কেমন লেগেছে। এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি বলেছিলাম বেরিয়ে জানাবো ‘মহাবতার নরসিংহ’ কেমন লাগল। সত্যি বলতে ভীষণ ভালো একটা ছবি। হলে বসে কেঁদেছি, চিৎকার করেছি। প্রচন্ড প্রচন্ড ভালো একটা ছবি। যাঁরা দেখেছেন তাঁরা জানেন, আর যাঁরা দেখেননি তাঁদের আমি বলব চটপট গিয়ে দেখে আসুন।’
আরও পড়ুন: 'যদি শরীর দেখিয়ে কাজ করতে হয়…', ইন্ডাস্ট্রিতে কম্পোমাইজ প্রসঙ্গে মুখ খুললেন শ্বেতা
প্রসঙ্গত, পরিচালক অশ্বিন কুমারের ছবি এই ছবিটি প্রতিদিনই অসাধারণ আয়ের নতুন নতুন রেকর্ড তৈরি করছে। চলতি বছরের ২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'মহাবতার নরসিংহ'। এই ছবিটি অনেক বড় বড় ছবিকে পিছনে ফেলে দিয়েছে। দর্শকরা এই অ্যানিমেটেড ছবিটি খুব পছন্দ করছেন। ‘মহাবতার নরসিংহ’-এর হিন্দি সংস্করণটি প্রচুর আয় করছে। এই ছবিটি তার বাজেটের থেকেও বহুগুণ বেশি আয় করেছে। ইতিমধ্যে, 'মহাবতার নরসিংহ'-এর ১৭তম দিন অর্থাৎ রবিবারের কালেকশন প্রকাশ্যে এসেছে।
‘মহাবতার নরসিংহ’-এর বাজেট ছিল ১৫ কোটি টাকা। এই ছবিটি ‘সাইয়ারা’, 'সন অফ সর্দার ২' এবং 'ধড়ক ২'-এর মতো অনেক বড় বাজেটের এবং বড় তারকা ছবির থেকেও বেশি আয় করছে। তবে আগামী দিনে আরও দুটি বড় ছবি আসতে চলেছে। 'কুলি' এবং ‘ওয়ার ২’। এই ছবি দুটি ১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে, যা ‘মহাবতার নরসিংহ’-এর আয়ের উপর প্রভাব ফেলতে পারে। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী ১৭তম দিনে ছবিটি ২২.৭৫ কোটি টাকা আয় করেছে। ছবির মোট আয় ১৬৮.৬৫ কোটি টাকা।