ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। একাধিক মেগার পাশাপাশি ইতিমধ্যেই বড় পর্দাতেও ডেবিউ সেরেছেন। এমনকী হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন নায়িকা। যে ভাবে তিনি দাপটের সঙ্গে কাজ করছেন সেই জায়গা থেকে তাঁর সাফল্য যে বেশ ঈর্ষনীয় তা বলাই বাহুল্য। তবে অনেকের মতেই বিনোদনের দুনিয়ায় কম্পোমাইজ না করলে নাকি সাফল্য আসে না, সেই ধারণাকে নস্যাৎ করতেই মুখ খুললেন নায়িকা। জানালেন তাঁকেও নাকি বলা হয়েছিল স্বল্প দৈর্ঘ্যের পোশাক পরার জন্য, কিন্তু তার সত্ত্বেও নিজের পছন্দকেই বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন শ্বেতা। এবার সেই নিয়েই নানা কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: দেব-শুভশ্রী এক হতেই রাজ-রুক্মিণীকে নিয়ে মিমের বন্যা, ‘নোংরামি…’, মুখ খুললেন দেব
স্টোরি উইথ সাহানাতে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘অনেক ক্ষেত্রেই কম্পোমাইজের কথা বলা হয়। আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি স্লিভলেস পড়তে পারি না, আমি শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনও পোশাক আমি পরি। আমাকে বলা হয়েছিল যে, 'তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?' কিন্তু সবাই জানে আমি এগুলো পরি না। যখন আমাকে এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। কিন্তু আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি। আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রোযোজকরা কখনও শর্ট ড্রেস পরার জন্য জোর করেনি।’
আরও পড়ুন: রবিবারও বক্সঅফিসে ‘মহাবতার নরসিংহ’-এর দাপট! 'সন অফ সর্দার ২' থেকে ‘ধড়ক ২’ কত আয় করল?
নায়িকাকে 'ভজ গোবিন্দ'-এর হিন্দি সংস্ক্রণে দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকের প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, ‘এমনকী ‘জয় কানয়াইয়া লাল কী’ নামে যে হিন্দি ধারাবাহিকটি করেছিলাম, সেটা বাংলার মেগা ‘ভজ গোবিন্দ’-এর হিন্দি সংস্করণ ছিল। সেখানে 'ভজ গোবিন্দ'-এর যে ‘ডালি’ কিন্তু শর্ট ড্রেস পরেছিল। কারণ ও সেটা ক্যারি করতে পারে। তাঁকে দেখতেও ভালো লেগেছে। আমি পারি না, সেটা আমার মাইনাস পয়েন্ট হতে পারে। কিন্তু তা নিয়ে আমার কোনও খারাপ লাগা নেই, আমি খুশি। যাই হোক, তো আমি ওই ধারাবাহিকের হিন্দি সংস্করণ করার সময়ও কিন্তু আমি শর্ট ড্রেস পরিনি।’