সোমবার রাতেই দিল্লিতে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। শুল্ক নিয়ে আগেই সুর নরম করেছিল ট্রাম্প। এবার তাঁর এক প্রতিনিধিকেই পাঠালেন এক দিনের ভারত সফরে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে মধ্যস্থতাকারী হয়ে আসছেন ব্রেন্ডন লিঞ্চ। অন্যদিকে ভারতের তরফে মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় যোগ দেবেন রাজেশ অগ্রবাল। রয়টার্স সূত্রে খবর, ভারতের প্রধান মধ্যস্থতাকারী রাজেশের সঙ্গে প্রাথমিক স্তরে আলোচনা হবে তাঁর। লিঞ্চ যে একদিনের জন্য ভারতে আসছেন, তা নিশ্চিত করেছেন তিনি। কিন্তু আর কোনও তথ্য দেওয়া হয়নি এই বৈঠক নিয়ে।
কী নিয়ে আলোচনা হবে?
ব্রেন্ডন লিঞ্চ মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্যের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী প্রতিনিধি। মঙ্গলবার লিঞ্চের সঙ্গে কথা বলবেন রাজেশ। একাধিক সংবাদসংস্থার প্রতিবেদন মোতাবেক, বাণিজ্যের শুল্ক হার নিয়ে কথা হতে পারে দুজনের।
আরও পড়ুন - মার্কিন মুলুকের বহু রাজ্যে স্টারলিংক ডাউন! হাই স্পিড ডেটা কই? কী অভিযোগ ইউজারদের
বাতিল হয়েছিল এর আগের সফর
প্রসঙ্গত, মার্কিন দলের একটি সফর ২৫ থেকে ২৯ অগাস্টের মধ্যে নির্ধারিত ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে সাহায্য করার অভিযোগে (রাশিয়ান তেল কেনার মাধ্যমে) জরিমানা হিসেবে ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক শুল্ক আরোপ করে। যার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওই সফর বাতিল হয়। শুল্কের মধ্যে ২৫ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী বাণিজ্যের অংশ হিসাবে অগাস্টের প্রথম সপ্তাহে কার্যকর করেছিল। পরে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ ২৭ অগাস্ট থেকে আরোপ করে।
আরও পড়ুন - যাদবপুরকাণ্ডে FIR দায়ের করলেন মৃতার বাবা, সন্দেহের তালিকায় কারা? কার নামে অভিযোগ
পাল্টি খেল মার্কিন পক্ষ?
প্রসঙ্গত, এই সময়ের মধ্যে মার্কিন পক্ষ বেশ কিছু উত্তপ্ত মন্তব্য করেছে। এমনকি জাতপাতের উল্লেখ করেছে এবং ব্যক্তিগত সমালোচনা করেছে। কিন্তু ভারত তাঁর সিদ্ধান্তে অটল ছিল। মার্কিন যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল এবং জাতীয় স্বার্থের জন্য যা উপযুক্ত মনে করেছে, তাই করেছে। তবে ট্রাম্প এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘ইউরোপের সমস্যা’ বলে চিহ্নিত করছেন। পাশাপাশি তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞাও ওই মহাদেশের সমস্যা বলে দাগিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঠিক কী ফলাফল হয়, সেদিকেই তাকিয়ে সকলে।