বিএমডব্লিউ-এর ধাক্কায় মৃত্যু হল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রবীণ আধিকারিকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী। রবিবার দিল্লির ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
ঠিক কী ঘটেছে?
পুলিশ সূত্রে খবর, বিএমডব্লিউ-এর চালক ছিলেন একজন মহিলা। অর্থ মন্ত্রকের উপ-সচিব নভজ্যোত সিং সস্ত্রীক বাইকে চড়ে যাচ্ছিলেন তাঁর গন্তব্যে। গুরুদ্বার থেকে বাইকে চড়়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন ৫২ বছর বয়সি ওই আধিকারিক। অন্যদিকে তাঁর স্ত্রী সন্দীপ কৌর গুরুতর আহত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে।
আরও পড়ুন - লন্ডনের অভিবাসী বিরোধী মিছিলের বিরুদ্ধে কড়া পোস্ট ব্রিটেনের PM-এর, কী লিখলেন?
বিষ্ফোরক অভিযোগ পুত্রের
নভজ্যোতের পুত্রের দাবি, তাঁর বাবা-মাকে কাছাকাছি কোনও হাসপাতালে ভর্তি না করে প্রায় ১৭ কিলোমিটার দূরের জিটিবি নগরের নুলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর কথায়, ‘আমার বাবা-মা বাংলা সাহিব থেকে ফিরছিলেন, ঠিক তখনই দুর্ঘটনার শিকার হন।’ তাঁর আরও দাবি, বিএমডব্লিউ চালক ওই মহিলাই তাঁদের হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। কিন্তু হাসপাতাল মহিলাটির সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি। নভজ্যোতের পুত্রের অভিযোগ, হাসপাতালটি মহিলাটির সম্পর্কে কিছু জানাতে চাইছে না। পাশাপাশি একটি ভুয়ো মেডিকো লিগাল সার্টিফিকেটও তৈরি করে দিয়েছে।
আরও পড়ুন - ITR-এর শেষ দিন ১৫ সেপ্টেম্বর, দেরি হলে কার কত জরিমানা? জানুন কর বিশেষজ্ঞের থেকে
মহিলা ও তাঁর স্বামীই নিয়ে যান হাসপাতালে
পুলিশ সূত্রে খবর, গাড়িচালক ওই মহিলার নাম গগনপ্রীত। তার স্বামী পরীক্ষিৎ যাত্রীর আসনে বসে ছিলেন। ঘটনাস্থলে বিএমডব্লিউটি রাস্তার এক ধারে দাঁড় করানো ছিল। ডিভাইডারের পাশে পার্ক করা ছিল বাইকটি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেই জানা গিয়েছে যে, মহিলাটি গাড়ি চালাচ্ছিলেন ওই সময়। এক পুলিশ আধিকারিকের কথায়, ‘দুর্ঘটনার পরপরই, মহিলা এবং তাঁর স্বামী, আহত দুজনকে ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে যান।’
ফরেনসিক ল্যাবের বিশেষজ্ঞরা উপস্থিত ঘটনাস্থলে
ইতিমধ্যেই এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের তরফে শুরু করা হয়েছে তদন্ত। আটক করা হয়েছে বিএমডব্লিউ এবং বাইকটি। দুর্ঘটনাস্থলে পুলিশের অপরাধদমন শাখা এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা পৌঁছে নমুনা সংগ্রহ করেছেন।