একমাসের কম সময়ে রাজ্যে দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী। বিজয় দুর্গে (যা আগে ফোর্ট উইলিয়াম ছিল) যৌথ সেনাপতি সম্মেলনে সোমবার উপস্থিত থাকবেন তিনি। নরেন্দ্র মোদীর সফর নিয়ে রবিবার বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। মোদী কলকাতায় অবতরণের আগে থেকেই ঢাক ঢোল নিয়ে বিমানবন্দরে উপস্থিত হন অগণিত কর্মী। উৎসাহী কর্মীদের দিকে তাকিয়ে হাত নাড়তে নাড়তেই মোদী সোজা চলে যান রাজভবনে। আজ রাত সেখানেই থাকবেন তিনি। কাল সকালে সেখান থেকে সরাসরি পৌঁছে যাবেন বিজয় দুর্গের অনুষ্ঠানে।
আরও পড়ুন - মডেল উত্তরপত্র কবে আপলোড হবে SSC-র সাইটে? কবে ফলাফল, ইন্টারভিউ? কী বললেন ব্রাত্য
কোন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় মোদী?
প্রধানমন্ত্রীর দফতর থেকে আগেই জানানো হয়েছিল কলকাতার যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন করবেন মোদী। ফলে তাঁর আগমন নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। প্রসঙ্গত, গত দুদিন উত্তরপূর্বের তিন রাজ্যে ছিলেন মোদী। মণিপুর ও মিজোরামে থাকার পর রবিবার সকালে ছিলেন আসামে। সেখান থেকেই সন্ধেয় কলকাতা আসেন তিনি।
যৌথ সেনাপতি সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা করা হবে। অত্যাধুনিক প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করা হবে। কীভাবে তার ভিত্তিতে বাহিনীকে আরও উন্নত করা যেতে পারে, তা নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন - বেটিং অ্যাপ কাণ্ডে এবার মিমিকে তলব করল ED, ডাক পেলেন আরও এক নায়িকা, কবে হাজিরা?
থাকছেন রাজনাথ সিং, অজিত ডোভাল
মোদীর পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি রবিবার রাতে বিজয় দুর্গেই থাকছেন। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত হয়েছেন আগে,অনুষ্ঠানে যোগ দিতে। তাঁদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী কলকাতার অনুষ্ঠান শেষ করে সোমবার বিকেলেই বিহারের পূর্ণিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।