কথায় আছে বাঙালি মানেই খাদ্যরসিক। বাংলার নানা পদ তো আছেই পাশাপাশি মোগলাই থেকে চাইনিজ, ইতালিয়ান সবটাই বাঙালিরা ভালোবেসে খায়। কিন্তু নায়িকাদের ক্ষেত্রে খাওয়া-দাওয়া করতেও গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়। ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্টেবল রাখার জন্য যথেষ্ঠ ডায়েটও মানতে হয়। আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় তো এর ব্যতিক্রম একেবারেই নন।
আরও পড়ুন: ওটিটি নয় এক বিশেষ উপায়ে ইউটিউব থেকেই দারুণ আয় করছে আমিরের ছবি! জানেন তা কী?
তিনি টলিপাড়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি এখন বাংলার লেডি সুপার স্টার। ছবি দিয়ে অভিনেত্রীর পথ চলা শুরু হলেও সিরিজ থেকে সিনেমা এখন সর্বত্রই তিনি দাপটের সঙ্গে কাজ করছেন। তার মধ্যেই আবার সংসারও সামলাচ্ছেন সমান দক্ষতায়। তিনি দুই সন্তানের মা, তবে চেহারা দেখে তা বোঝার উপায় নেই, কারণ নিজেকে এতটাই মেন্টেন করেন নায়িকা। কিন্তু দিনের শেষে তো তিনিও একজন খাদ্যরসিক বাঙালি, তাঁরও ক্রেভিংস হয়। আর সেই সময় সব কিছু থেকে নিজেকে সরিয়ে না রেখে বরং সেই আনন্দটুকুও মেখে নেন নায়িকা। আর তাই উইকএন্ডে পরিবারের সঙ্গে পিৎজা খেলেন তিনি। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই ছবিও।
শনিবার নায়িকা তাঁর ইনস্টাগ্রামে কিছু ছবি ভাগ করে নেন। সেখানেই দেখা যায় পরিবারের সঙ্গে দারুণ মজা করে কাটাচ্ছেন উইকএন্ড। ছেলেকে কোলে নিয়েই পিৎজায় কামড় দিচ্ছেন শুভশ্রী। আর একটি ছবিতে দেখা যায় পানীয়ের গ্লাস, তার সামনে বসে রাজ চক্রবর্তী। তারপরের ছবিতে একসঙ্গে দেখা মেলে রাজ-শুভশ্রীর। নায়িকার কোলেই ছিল ছেলে ইউভান। তার পরের ছবিতে দেখা যায় অভিনেত্রী ছেলেকে কোলে নিয়ে, তার সঙ্গে কথা বলছেন। এর পরের ভিডিয়োয় দেখা মেলে রাজ-কন্যা ইয়ালিনির। তার পরনে ছিল একটি ডেনিমের জ্যাকট। চোখে ছিল রোদ চশমা। সে মনের আনন্দে নাচ করছিল। শেষ ছবিতে ইউভানের জন্মদিনের লুকে দেখা মেলে নায়িকার।
শেষ ছবিটি ছাড়া বাকি ছবিতে কালো রঙের পোশাকে দেখা মিলে ছিল শুভশ্রীর। সঙ্গে রংমিলান্তিতে ধরা দিয়েছিলেন রাজ। তাঁর পরনেও ছিল কালো টি-শার্ট। অন্যদিকে, ইউভানকে নীল রঙের টি শার্ট ও হাফ প্যান্টে দেখা গিয়েছে। ছবি ও ভিডিয়োগুলি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, ‘সুন্দর ভাবে কাটল উইকএন্ড’।