টলিউডের একজন ভীষণ পরিচিত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এই মুহূর্তে তিনি ‘বাবা’ ছবির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। ব্যস্ততার মধ্যেই ২০২৪ সালের মুক্তিপ্রাপ্ত এটা আমাদের গল্প ছবির জন্য বাফতা পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ডান্স স্কুল নিয়ে সর্বদা ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা। বিক্রম চট্টোপাধ্যায় এবং কিরণ মজুমদার অভিনীত ‘বাবা’ ছবিতে আগামী দিনে অভিনয় করতে দেখা যাবে অপরাজিতাকে। এছাড়াও এই সিনেমায় কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, মমতাশঙ্করের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
এই ব্যস্ততার মধ্যেই গত বছরের ছবি এটা আমাদের গল্প সিনেমার জন্য বাফতা পুরস্কারে পুরস্কৃত হলেন অভিনেত্রী। পুরস্কার পেয়ে আপ্লুত অপরাজিতা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এই পুরস্কারটি পাওয়া শুধুমাত্র আমার কাছে একটা প্রাপ্তি নয়, আমার কাছে ভালোবাসা, বিশ্বাস এবং সবার আশীর্বাদ।’
অপরাজিতা আরও লেখেন, ‘সবাইকে বিশেষ করে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের শুভাকাঙ্ক্ষী, গোটা টিম এবং যারা এই যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। এটা আমাদের গল্প সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ধন্য।’
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘আমার আন্তরিক ধন্যবাদ পরিচালক মানসী সিনহা এবং প্রযোজক শুভঙ্কর মিত্রকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এই পুরস্কার আমাকে আগামী দিনে আরো ভালো কাজ করার অনুপ্রাণা দিল।’
এটা আমাদের গল্প সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অপরাজিতাকে। ছবিটি মুক্তি পায় গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২৬ এপ্রিল। এই সিনেমার হাত ধরেই বাংলাদেশী অভিনেত্রী তারিন জাহানের টলিউডের অভিষেক হয়েছিল। সব মিলিয়ে এই ছবিটি ভীষণ ভীষণ স্পেশাল কলা কুশলীদের জন্য।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
প্রসঙ্গত, চিরকালই অন্যরকম চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত অপরাজিতা কখনও অভিনয় করেছেন ‘একান্নবর্তী’ সিনেমায়, কখনও আবার ‘চিনি’ সিনেমায় মধুমিতার সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করেছেন।