অভিনেতা টাইগার শ্রফ শনিবার মুম্বইতে ক্যান্সার সাহায্য সংস্থা ‘দ্য ক্যান্সার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন (CPAA)’ কর্তৃক আয়োজিত একটি বিশেষ ডান্স ওয়ার্কশপ ‘হ্যাপি ফিট’-এ অংশগ্রহণ করেছেন। টাইগার তাঁর সুপারহিরো ছবি ‘ফ্লাইং জ্যাট’-এর পোশাক পরে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। টাইগার ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কোরিওগ্রাফার গীতা কাপুর এবং ফিরোজ খানের সঙ্গে।
টাইগার শ্রফ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তিনি বলেছেন, ‘৬ বছর পর আবার ওই পোশাক পরছি, আসল সুপারহিরোদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। একটু পরেই বুঝবেন আমি ঠিক কী বলতে চাইছি।’
তারপর তাকে অনুষ্ঠানে পৌঁছে ক্যান্সার রোগীদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে। উৎসবের অংশ হিসেবে ১০০-র বেশি ক্যান্সার রোগীকে গোলাপ ফুল এবং উপহার বিতরণ করা হয়েছিল। অভিনেতা সেখানকার ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গেও নাচ করেছেন।
টাইগার ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘এই বিশেষ শিশুদের জন্য আবার এই পোশাক পরতে হলো (লাল হৃদয় ইমোজি) আপনাদের সকলের জন্য হ্যাপি রোজ ডে AFJ থেকে (নীল হৃদয় এবং লাল গোলাপ ইমোজি) #nationalcancerroseday।’
ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়ে রেমো ডিসুজা মন্তব্য করেছেন, ‘এটা ভীষণ সুন্দর। এই ছোট্টরাই আমরা এই ছবিটি তৈরি করার কারণ, এবং তোমার প্রতি তাদের ভালোবাসা দেখে আমি খুব গর্বিত।’
একজন ভক্ত টাইগার শ্রফের এই পোস্টে মন্তব্য করেছেন, ‘কখনও কখনও সবচেয়ে বড় লড়াইটা হয় ভালোবাসার, হাসি এবং সাহসের।, আজ টাইগার আসল সুপারহিরোদের পাশে দাঁড়িয়েছেন।’
অন্য আরেকজন লিখেছেন, ‘ভীষণ মিষ্টি একটা কাজ। আমাদের সমাজে আরও এমন মানুষের প্রয়োজন।’
অন্যজন লিখেছেন, ‘ফ্লাইং জাট প্রয়োজনের সময় সবসময় কাজে লাগতে প্রস্তুত। সবসময় সবার জন্য থাকার জন্য ধন্যবাদ।’ আরেক কমেন্টে লেখা হয়, ‘তুমিই আসল নায়ক টাইগার।’