করমর্দন বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি ভারতীয় দলের সমালোচনা করলেন। দুবাইয়ে চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ 'এ' ম্যাচের পর ভারতের হাত না মেলানো নিয়ে তিনি সোশ্যাস মিডিয়ায় পোস্ট করেন। ভারতের আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে পোস্টে তিনি লেখেন, 'আজ খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব দেখে আমি অত্যন্ত হতাশ। খেলায় রাজনীতিকে টেনে আনা খেলাধুলার চেতনার পরিপন্থী। আশা করি ভবিষ্যতের জয়গুলি সমস্ত দল সৌজন্যের সাথে উদযাপন করবে।' উল্লেখ্য, মহসিন হলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েকদিন আগে পর্যন্ত মহসিন ভারতের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছিলেন।
উল্লেখ্য, রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে রীতিমত উড়ে গিয়েছে পাকিস্তান। সাত উইকেটে জয়ের পরে টিম ইন্ডিয়া প্রতিপক্ষের সাথে হাত মেলাতে অস্বীকার করে আবার। এরপরে পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। ম্যাচের আগে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে করমর্দন করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। আঘাও হাত মেলানোর কোনও উদ্যোগ নেননি সেই সময় এবং টসের পর দুজনেই নিজ নিজ ড্রেসিংরুমে ফিরে যান। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক ও খেলোয়াড়রা। ম্যাচ শেষ কমর্দনের জন্য পাকিস্তানিরা অপেক্ষা করলেও সূর্যকুমার যাদব ও শিবম দুবে সোজা ড্রেসিংরুমে চলে যান।
এরপর ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার বয়কট করেন পাকিস্তানি অধিনায়ক। পাকিস্তানি কোচ সংবাদ সম্মেলন বলেন, তারা করমর্দনের জন্য প্রস্তুত ছিলেন। এদিকে ভারতীয় দলের এই পদক্ষেপ নিয়ে রেফারির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে পাকিস্তানি কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে প্রকাশ করেন, কেন সলমন আগা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে যাননি। তিনি বলেন, 'আমরা ম্যাচ শেষে ভারতীয়দের সঙ্গে করমর্দন করতে আগ্রহী ছিলাম। কিন্তু তা হয়নি। আমরা হতাশ হয়েছি যে আমাদের প্রতিপক্ষ হাত মেলায়নি। আমরা যখন করমর্দন করতে গিয়েছিলাম, তখন তারা ইতিমধ্যে চেঞ্জিং রুমে চলে গিয়েছিল। এই বিষয়টি হতাশাজনক ছিল। এই ম্যাচটি যেভাবে আমরা খেলেছি, তাতে আমরা হতাশ ছিলাম। তবে অবশ্যই আমরা করমর্দন করতে প্রস্তুত ছিলাম।' পাক কোচের বক্তব্য, এভাবে ম্যাচটা শেষ না হলেই ভালো হত। এবং তাই সলমন আলি আঘা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে যাননি। তবে এই সবে ভারতীয় দলের যে কিছুই যায় আসে না, তা সূর্যের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।
এদিকে পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে সূর্য বলেন, 'আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।' অপরদিকে গতকাল ম্যাচ শেষে এই জয় ভারতীয় সেনাকে উৎসর্গ করেন সূর্য। পহেলগাঁও হামলা নিহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি। ভারত অধিনায়ক বলেন, 'কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভাল সুযোগ হয়তো পাব না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা সমবেদনা জানাই। এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এ ভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।'