ভক্তরা যে কোনও দলে উৎসাহ জাগিয়ে তোলার কাজ করেন। কিন্তু একই ভক্তরা যখন ক্রমাগত হতাশ হতে থাকেন, তখন তারা হতাশায় নিজেদের দলকেই তোপ দাগতে শুরু করেন। আর বিভিন্ন প্রতিযোগিতায় ভারতের কাছে ধারাবাহিক ভাবে হারার পর পাক সমর্থকদের সেই দশাই হয়েছে। এশিয়া কাপ ২০২৫-এর লিগ ম্যাচে দুবাই মাঠে ভারতীয় দলের কাছে পাকিস্তান দল শোচনীয় পরাজয়ের মুখোমুখি হওয়ার পর রাগ, দুঃখ, হতাশা, কটাক্ষই শোনা গেল বহু পাকিস্তানি সমর্থকের গলায়। পাকিস্তানি সমর্থকদের সেই সব প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমশ ভাইরাল হচ্ছে। পাকিস্তান দলের এক ভক্ত বলেন, 'ভারত বিশ্বের সেরা দল। এশিয়া কাপে এসব বাচ্চাদের সঙ্গে তার খেলা উচিত নয়। এটি একটি শিশুদের দল। এই ছোট বাচ্চাদের সঙ্গে খেলবেন না।'
আবার অন্য একজন বলেন, 'আমি ভারতকে অনুরোধ করছি যাতে তারা আগামী ম্যাচটি বয়কট করে, তাহলে আমরা ২ পয়েন্ট পেয়ে যাব। আমরা ফাইনালে যেতে চাই। প্লিজ।' আরেক পাকিস্তানি ভক্ত বলেন, 'আমি কোনো ম্যাচ মিস করি না। আজও তাই আমি এসেছি এই সবুজ পতাকা নিয়ে। এই দলকে সমর্থন করার জন্য। কিন্তু মিঃ মাইক হেসন কী করছেন? বোলারকে ব্যাটারে পরিণত করছেন এবং ব্যাটারকে বোলার। সইয়ম আইয়ুবকে উইকেট নিতে দেখে খুশি। আফ্রিদিকে রান করতে দেখেও খুশি। কিন্তু আফ্রিদি বোলিং করছেন না। তুমি কী করছো ভাই, তুমি আমাদের অপমান করছ, এই দলকে থামাও।'
আরেক ভক্ত পাকিস্তান দলের খেলোয়াড়দের ব্যান্ড বাজিয়ে বললেন, 'ভাই, আপনারা কবে কুলদীপ যাদবের চরিত্রে অভিনয় শিখবেন? কুলদীপ যাদব ৫ বছর ধরে আমাদের ব্যান্ড বাজাচ্ছেন। আশা করি, আমাদের ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করবে। কিন্তু সবই ঘণ্টা। তারা ছোট ছোট দলকে হারাতে পারে শুধু। আমরা ভেবেছিলাম আমরা ভারতকে হারাব, কিন্তু তা সম্ভব হয়নি।'
উল্লেখ্য, এই ম্যাচে পাকিস্তান দল মাত্র ১২৭ রান করতে সক্ষম হয়েছিল। ভারতীয় দল হাতে ৭ উইকেট বাকি থাকতে ম্যাচটি জিতেছিল। ১৬তম ওভারে ভারতীয় দল ১২৮ রানের লক্ষ্য অর্জন করে। কুলদীপ যাদব ৩ উইকেট নেন, অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরাহ ২টি করে উইকেট নেন। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব অপরাজিত ৪৭ রান করেছিলেন, অভিষেক শর্মা এবং তিলক ভার্মা ৩১ রান করে করেছিলেন।