রবিবার দুবাইতে হাড্ডাহাড্ডি লড়াই ভারত বনাম পাকিস্তানের। এপ্রিলের পহেলগাঁও হামলা ও মে মাসের অপারেশন সিদুঁরের পর এবার বাইশ গজে পাকিস্তানকে জবাব দিতে নামছে ভারত। এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ এ পর্যায়ে ভারত ও পাকিস্তান এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে।
কখন, কোথায় দেখা যাবে ম্যাচ?
এশিয়া কাপ ২০২৫-এর ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ১৪ সেপ্টেম্বর রবিবার ভারতীয় সময় রাত ৮:০০ টায় অনুষ্ঠিত হবে। সনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে ম্যাচটি। এছাড়াও দেখা যাবে সোনি লিভ অ্যাপে। ভারতে ওয়েবসাইটেও স্ট্রিম করা হবে। দুই ক্ষেত্রেই প্রয়োজন হবে সাবস্ক্রিপশনের। আলাদা সাবস্ক্রিপশন নেওয়ার চেয়ে ফোনের সিম অনুযায়ী কোনও প্ল্যানের সঙ্গে সাবস্ক্রিপশন নিতে পারেন। তাতে কম খরচে হয়ে যাবে।
আরও পড়়ুন - ‘জন্ম থেকেই ওরা…’ ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ফের উস্কানি আফ্রিদির, কী দাবি করলেন?
ম্যাচের টিকিট বিক্রি কোন পর্যায়ে?
ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচ প্রথম থেকেই বয়কটের দাবি উঠেছিল। তার ফলে ম্যাচের টিকিট বিক্রি অনেকটাই কম। তবে এর পাশাপাশি টিকিট বিক্রি কম হওয়ার কারণ হিসেবে উঠে আসছে আরও বেশ কিছু তত্ত্ব। কারও কারও দাবি, এই ম্যাচে সেভাবে কোনও তারকা ক্রিকেটার না থাকার কারণে টিকিট বিক্রির গতি স্লথ হয়ে গিয়েছে। রোহিত শর্মা বা বিরাট কোহলির অনুপস্থিতির কথাও উঠে আসছে। আরেকটা কারণ হিসেবে বলা হচ্ছে দুবাইয়ের তাপমাত্রার কথা। এই সময় দুবাইয়ে প্রচণ্ড গরম হওয়ার কারণে গ্যালারির সিট ফাঁকা থাকতে পারে অনুমান করছেন অনেকে। প্রসঙ্গত, গরমের কথা ভেবেই ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হয়েছিল এশিয়া কাপ শুরুর আগে।
আরও পড়়ুন - ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রিই হচ্ছে না! পহেলগাঁও না রোহিত-কোহলির প্রভাব?
টিকিটের চড়়া দাম
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। কিন্তু এবারের ম্যাচ নিয়ে সেই প্রত্যাশিত উন্মাদনা নেই বললেই চলে। অনেকের মতে, ম্যাচের টিকিটের দাম এর অন্যতম কারণ হতে পারে। প্রসঙ্গত, বলে রাখা ভালো, পহেলগাঁও হামলার পর এই ম্যাচের জন্য বিজ্ঞাপনের স্লট অনেক বেশি দামে বিক্রি হয়েছিল। যা রীতিমতো খবরের শিরোনাম দখল করে নেয়।