অসমে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ। কম্পনের আঁচ পড়ল বাংলাতেও। একটি ধয় পর পর তিনবার কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত। ন্যাশনাল সেন্টার অব সিসমোলজির তথ্য অনুযায়ী, আসামের ধেকিয়াজুলি থেকে ১৬ কিমি দূরে উদলগুড়িতে প্রথম কম্পন অনুভূত হয় ৪ টে ৪১ মিনিটে। এই কম্পনের মাত্রা ছিল ৫.৮। এর পর আরও দুবার কম্পন হয়, যার উৎস ছিল ওই রাজ্যই। পরবর্তী দুটি কম্পন অনুভূত হয় যথাক্রমে উদলগুড়ি ও সোনিতপুরে। কম্পনের মাত্রা ছিল ৩.১ ও ২.৯। দ্বিতীয় কম্পন ৪ টে ৫৮ মিনিট ও তৃতীয় কম্পন ৫ টা ২১ মিনিটে অনুভূত হয়।
কেঁপে উঠল উত্তরবঙ্গও
প্রসঙ্গত আসামে ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে বাংলার বেশ কিছু জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা জেলায় অনুভূত হয়েছে ভূমিকম্প। এছাড়াও কেঁপে উঠেছে মায়ানমার, বাংলাদেশ, নেপাল ও চিনের বেশ কিছু অংশ। উত্তরবঙ্গে কম্পনে বেশ ভালোই অনুভূত হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। অনেকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রথম কম্পনের আঁচ ছুঁয়েছিল দক্ষিণবঙ্গকেও। কলকাতা ও তার আশেপাশের জেলাতেও অনুভূত হয় কম্পন।
আরও পড়ুন - মডেল উত্তরপত্র কবে আপলোড হবে SSC-র সাইটে? কবে ফলাফল, ইন্টারভিউ? কী বললেন ব্রাত্য
ক্ষয়ক্ষতি কতটা?
এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভূমিকম্পের ভয়াবহতা আসামে যথেষ্ট পরিমাণে ছিল। রাজধানী গুয়াহাটিতে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন কম্পনের জেরে। কেউ কেউ সোশল মিডিয়াতে পোপ্ট করে জানান খবরটি। এক নেটিজেন লেখেন, ‘ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে আমার পা এখনও কাঁপছে।’ অন্য আরেক নেটিজেনের কথায়, ‘প্রায় এক মিনিট ধরে ভূমিকম্প হয়েছে। মনে হচ্ছিল, থামবেই না।’ গুয়াহাটি এইমসের এক কর্মীর কথায়, ‘ছয় তলা থেকে কম্পন ভালোই অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’
আরও পড়ুন - বেটিং অ্যাপ কাণ্ডে এবার মিমিকে তলব করল ED, ডাক পেলেন আরও এক নায়িকা, কবে হাজিরা?
প্রার্থনা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
আসামের নাগরিকদের সুরক্ষার কথা উল্লেখ করে প্রার্থনা জানিয়ে একটা সোশাল মিডিয়া পোস্ট করেন ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রিয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বড় ভূমিকম্প হয়েছে আসামে। সবার সুস্থতা প্রার্থনা করছি। সবাই সতর্ক থাকুন।’