ফের খবরের শিরোনামে পূজা খেড়কর। গত বছর ইউপিএসসি পরীক্ষায় ভুয়ো ক্যাটেগরি ব্যবহার করে পাশ করার অভিযোগে তাঁর নিয়োগ বাতিল করা হয়। এবার তাঁর বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠল। এক ট্রাকচালককে অপহরণ করার অভিযোগে তাঁর মাকে থানায় হাজিরা দিতেও বলা হয়েছে।
ঠিক কী ঘটেছে?
নভি মুম্বাইয়ের এয়ারোলি সিগন্যালে একটি মিক্সার ট্রাক এবং একটি গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে সম্প্রতি। তার পর থেকেই ওই ট্রাকচালক নিখোঁজ হয়ে যান। পুলিশ তাঁর খোঁজ শুরু করে জানতে পারে পূজা খেড়করের বাড়ির কথা। সেখানেই অপহৃত ট্রাকচালকটি রয়েছে জানার পর তাঁকে উদ্ধার করতে গেলে পুলিশকে কুকথা বলেন পূজার মা। এমনকী প্রথমে দরজা খুলে পুলিশের সঙ্গে সহযোগিতাও করতে চাননি। কিন্তু তাঁকে হঠাৎ অপহরণ কেন?
আরও পড়ুন - ITR-এর শেষ দিন ১৫ সেপ্টেম্বর, দেরি হলে কার কত জরিমানা? জানুন কর বিশেষজ্ঞের থেকে
কী বলছে পুলিশ?
পুলিশ সূত্রে খবর, ট্রাকচালক প্রহ্লাদ কুমার গাড়িটিতে ধাক্কা মারার পর গাড়়িতে বসে থাকা দুজন প্রহ্লাদকে ট্রাক থেকে নামিয়ে তাদের গাড়িতে চড়তে বাধ্য করে। এর পর তাঁকে সোজা তাঁদের বাড়িতে নিয়ে আসা হয়। গাড়িটি খুঁজতে গিয়েই পুনের চতুশ্রিংগী এলাকায় পূজা খেদকরের বাড়িতে পাওয়া যায় সেটি। সেখান থেকেই উদ্ধার করা হয় অপহৃত চালককে।
আরও পড়ুন - লন্ডনের অভিবাসী বিরোধী মিছিলের বিরুদ্ধে কড়া পোস্ট ব্রিটেনের PM-এর, কী লিখলেন?
গত বছর থেকে একাধিক অভিযোগ পূজার নামে
প্রসঙ্গত, গত বছর পূজা খেড়করের নিয়োগ ঘিরে তুমুল বিতর্ক হয় দেশজুড়ে। পুণের এই বাসিন্দা নিজেকে ওবিসি তালিকাভুক্ত করেছিলেন নিয়ম বহির্ভূতভাবে। পাশাপাশি অক্ষমতার কোটা ব্যবহার করে চাকরিতে সুযোগ পান। পরে তাঁর সেই কারিকুরি প্রকাশ্যে চলে আসে। ইউপিএসসি কমিশন থেকে তাঁর চাকরি বাতিল করার পাশাপাশি তাঁর আজীবন পরীক্ষায় বসা নিষিদ্ধ করে দেয়। এই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসতে শুরু করে। জালিয়াতির অভিযোগ ছাড়াও তাঁর মায়ের বিরুদ্ধেও অস্ত্রপ্রদর্শন করে ভয় দেখানোর অভিযোগ ওঠে। এবার অপহরণের মামলাতেও জড়াল পূজা ও তাঁর মায়ের নাম।