ফের অভিযোগের ঝুলি খুলে বসলেন দিব্যা খোসলা কুমার। তাঁর সিনেমা ‘সাভি’ সেভাবে বক্স অফিসে সাফল্য না পাওয়ার পর, আলিয়া ভাটের প্রায় একই ধরনের গল্প ‘জিগরা’ আসার পর, করণ জোহরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ভূষণ কুমারের বউ। ফের বিস্ফোরক দাবি অভিনেত্রীর।
গত শুক্রবার মুক্তি পেয়েছে দিব্যা খোসলা এবং নীল নীতিন মুকেশ অভিনীত থ্রিলার কমেডি 'এক চতুর নারী'। ছবিটির প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট দেখে অভিনেত্রী দাবি করেছেন যে, বক্স অফিস পোর্টাল Sacnilk তাঁর ছবির আয়ের ভুল সংখ্যা প্রকাশ করেছে। দিব্যা আরও জানিয়েছেন যে, ছবিটির সঠিক সংগ্রহ তাঁদের ডিস্ট্রিবিউটর PVR থেকে নেওয়া উচিত।
দিব্যা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে টাইমস অফ ইন্ডিয়া, মিন্ট এবং আরও অনেক সম্মানিত মিডিয়া ওয়েবসাইট অবিশ্বাস্য উৎস Sacnilk থেকে ছবির বক্স অফিস সংগ্রহ নিয়ে সংবাদ করেছে। আমি সকলকে আমাদের ডিস্ট্রিবিউটর PVR থেকে সরকারি সংগ্রহ নেওয়ার অনুরোধ করছি।’
তিনি আরও লিখেছেন, ‘স্যাকনিল্ক আমাদের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সংগ্রহ নেয় না এবং প্রায়শই ইচ্ছামতো সংখ্যা প্রকাশ করে। ‘সাভি’র সময়ও তারা আমার ছবির সম্পূর্ণ ভুল সংগ্রহ প্রকাশ করেছিল। আবার 'এক চতুর নার' ছবির ক্ষেত্রেও তারা অত্যন্ত ভুল সংগ্রহ প্রকাশ করছে, যা অন্যায় এবং দুর্নীতিপূর্ণ। এই যুগে যখন অনেক ওয়েবসাইট রিভিউ এবং বক্স অফিসের জন্য সস্তা কৌশল এবং ব্ল্যাকমেইলের আশ্রয় নিচ্ছে, তখন অন্তত মেইনস্ট্রিম মিডিয়াটিকে আস্থাযোগ্য হতে হবে।’
Sacnilk-এর মতে, 'এক চতুর নার' প্রথম দিনে ০.৬ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে ০.৮ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ দু দিনে মোট ১.৪ কোটি টাকা। দিব্যা নিজেও দুই দিনে ছবির বক্স অফিস সংগ্রহ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছবিটি ভারতে এখন পর্যন্ত ২.৩৯ কোটি টাকা আয় করেছে।
ছবি সম্পর্কে: 'এক চতুর নারী' ছবিতে মমতা মিশ্র (দিব্যা খোসলা) চরিত্রে দেখা যাবে এমন এক মহিলাকে, যিনি তাঁর ছোট ছেলে এবং শাশুড়িকে (ছায়া কাদম) নিয়ে সংগ্রাম করছেন। একদিন তিনি এক ব্যবসায়ী অভিষেক বর্মা (নীল নীতিন মুকেশ)-র মোবাইল ফোন চুরি করতে সক্ষম হন, যেখানে তিনি অনেক ঘনিষ্ঠ ভিডিয়ো এবং সংবেদনশীল তথ্য পান, যা ব্যবহার করে তিনি অভিষেকের কাছ থেকে টাকা আদায় করেন। উমেশ শুক্লা পরিচালিত এই ছবিতে সুশান্ত সিং, রজনীশ দুগ্গাল, জাকির হুসেন, যশপাল শর্মা, হেলি দারুওয়ালা, রোজ সর্দানা এবং গীতা আগরওয়াল শর্মাও অভিনয় করেছেন।