চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আসন্ন ছবি ‘ও রোমিও’ সিনেমার প্রথম ঝলক এবং মুক্তির তারিখ। এই ছবিতে শহিদ কাপুর এবং তৃপ্তি দিমরির সঙ্গে অভিনয় করবেন নানা পটেকর। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমাটি।
ও রোমিও ছবির প্রথম লুক
সাজিদ নাদিয়াদওয়ালা এবং বিশাল ভরদ্বাজের প্রথম যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবিটি। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির প্রথম লুক প্রকাশ্যে এনেছে। এই ছবিতে একজন ব্যক্তি যিনি সম্ভবত শাহিদ কাপুর একটি কাউবয় টুপি পরে রয়েছেন এবং নিজের মুখ ঢেকে রয়েছেন।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
অভিনেতার হাতে দেখতে পাওয়া যাচ্ছে একটি ট্যাটু। এই ফাস্ট লুক প্রকাশ্যে আনার পাশাপাশি ছবির মুক্তির তারিখও প্রকাশ্যে এনেছেন পরিচালক এবং প্রযোজনা সংস্থা। যেহেতু ছবির নাম রোমিও তাই আগামী বছরের ভালবাসার দিন অর্থাৎ ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি।
‘ও রোমিও’ ছবিটি কার যত একটি অ্যাকশন থ্রিলার ছবি হিসেবে মুক্তি পাবে। তবে অ্যাকশনের ও পর ভিত্তি করে ছবি তৈরি হলেও সিনেমায় থাকবে ভরপুর রোমান্স, সেই ভাবেই তৈরি করা হয়েছে ছবির শিরোনাম।
প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হায়দার এবং ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কামিনে’ ছবির পর আবার এই সিনেমায় একসঙ্গে কাজ করতে চলেছেন শাহিদ কাপুর এবং বিশাল ভরদ্বাজ। এই দুটি ছবিতেই শাহিদ কাপুরের অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছিলেন সমালোচনা। ‘হায়দার’ ছবির জন্য অভিনেতা পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
উল্লেখ্য, শাহিদ শেষবার অভিনয় করেছিলেন ‘দেবা’ নামের একটি ছবিতে। এই সিনেমায় পূজা হেগড়ে অভিনয় করেছিলেন অভিনেতার বিপরীতে। ছবিটি মুক্তি পায় গত বছরের জানুয়ারি মাসে তবে এই সিনেমাটি একেবারেই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। অন্যদিকে তৃপ্তি সর্বশেষ অভিনয় করেছিলেন ‘ধড়ক ২’ ছবিতে, সিদ্ধান্ত চতুর্বেদির বিপরীতে। চলতি বছর মুক্তি পাওয়া এই ছবিটি বেশ ভালই ব্যবসা করেছিল বক্স অফিসে।