বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বিমান সমীপে নওশাদ। ভায়া মেল অর্থাৎ মেল মারফত। সম্প্রতি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে একটি মেল পাঠিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। ২০২১ সালের ভোটে বামেদের সঙ্গে হাত মিলিয়েই বিধানসভায় লড়েছিল নওশাদ। কিন্তু জিতেছিল মাত্র একটি আসন। বামেদের ভাগে কোনও আসনই পড়েনি। এবার কি ফের জোট গড়তে চাইছেন নওশাদ? সূত্রের খবর, তেমন ইচ্ছে নিয়েই তিনি মেল করেছেন। যদিও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বিধানসভায় এই জোট থেকে জয়ী একমাত্র বিধায়ক।
কী বলছেন নওশাদ?
প্রসঙ্গত, রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান বিধানসভা ভোটের ছয় মাস আগে পাঠানো এই চিঠি বেশ তাৎপর্যপূর্ণ। প্রকাশ্যে চিঠির বিষয় নিয়ে চুপ থাকলেও সূত্রের খবর তিনি জোট গড়তেই মেল করেছেন বিমান বসুকে। তবে অগাস্ট মাসে পাঠানো চিঠিটি প্রবীণ নেতার হাতে পৌঁছায়নি বলে জানতে পেরেছেন নওশাদ। তাই সেপ্টেম্বরে নিজেই তাঁর কাছে যাবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - বেটিং অ্যাপ কাণ্ডে এবার মিমিকে তলব করল ED, ডাক পেলেন আরও এক নায়িকা, কবে হাজিরা?
বামের পাশাপাশি টার্গেট কংগ্রেসও?
ঘটনাচক্রে ২০২৪ সালের ভোটে বাম-কংগ্রেস জোট গড়েছিল। কিন্তু কোনও জোট ছাড়াই লোকসভায় লড়াই করেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফলাফল ছিল শূন্য। তাই কি এবার পুরনো ফরম্যাটে ফিরতে চাইছেন নওশাদ? প্রসঙ্গত, বিমান বসুর পাশাপাশি চিঠি পেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। সূত্রের খবর, তিন দলের মিলিত জোট গড়ার ইচ্ছে রয়েছে নওশাদের। পাশাপাশি মনে করা হচ্ছে, রাজ্যের সংখ্যালঘু ভোটই প্রাথমিক টার্গেট। কারণ লোকসভায় মালদা, মুর্শিদাবাদে ভালো সংখ্যক ভোট পেয়েছিল কংগ্রেস। অন্যদিকে নওশাদের প্রভাব উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলির মতো জেলায়।
আরও পড়ুন - মডেল উত্তরপত্র কবে আপলোড হবে SSC-র সাইটে? কবে ফলাফল, ইন্টারভিউ? কী বললেন ব্রাত্য
সিদ্ধান্ত কে নেবে, প্রবীণ না নবীন?
তবে বামফ্রন্টের অন্যতম শরিক সিপিএম-এ পালাবদলের আঁচ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কোন্নগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা। কিন্তু এই সভায় ডাক পড়েনি কোনও প্রবীণ নেতার। একমাত্র সভাপতি হিসেবে থাকবেন মহম্মদ সেলিম। তবে কি ২০২৬ সালের ভোটেও প্রবীণদের থেকে বেশি গুরুত্ব পাবে নবীনদের মতামত?