গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গিদের আক্রমণে মারা গিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। এরপর ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় গোটা ভারতবর্ষের মানুষ। এরপরেই পাকিস্তানে ভারতীয় সেনারা চালায় অপারেশন সিঁদুর।
ভারত এবং পাকিস্তানের সম্পর্কের উন্নতি হওয়ার মাঝেই ১৪ সেপ্টেম্বর এশিয়া ওয়ার্ল্ড কাপে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার ঘটনায় উত্তাল হয়ে যায় গোটা ভারত। এই ম্যাচ ঘিরেই বিসিসিআইকে তুলোধোনা করতে থাকে সকলে। কিন্তু যেখানে পাকিস্তান এবং ভারতের ম্যাচ নিয়ে বিতর্ক তুঙ্গে, সেখানে একেবারে অন্যরকম একটি মন্তব্য করলেন অভিনেতা সুনীল শেট্টি।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
সুনীল শেট্টি সংবাদমাধ্যমের সামনে বলেন, এটা বিশ্ব ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত টুর্নামেন্ট। অনেক দেশ এবং অনেক খেলোয়াড় যুক্ত রয়েছে এই খেলার সঙ্গে। তাই অবশ্যই নিয়ম মানতে হবে। একজন ভারতীয় হিসেবে আমি সেই খেলা দেখবো কি দেখবো না সেটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। তবে এই ক্ষেত্রে ক্রিকেটারদের দোষ দেওয়া যায় না।
সুনীল আরও বলেন, ভারত সরকারের হাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। যা সিদ্ধান্ত নেওয়ার ভারত সরকার নিয়েছে। কিন্তু এতে ক্রিকেটারদের কিছু করার নেই। আমি যদি ম্যাচ না দেখতে চাই তাহলে অবশ্যই দেখবো না, কিন্তু কাউকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
সুনীল শেট্টির এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। কেউ কেউ বলছেন, যেহেতু জামাই ভারতীয় দলে খেলে তাই আজকে এমন কথা বলছেন অভিনেতা। অন্য একজন আবার উপহাসের সুরে বলেন, দেখবেন জামাই যেন দলে জায়গা পায়। যেন বাদ না পড়ে যায়। তৃতীয় একজন মন্তব্য করে লেখেন, খুব স্বাভাবিকভাবেই জামাইয়ের হয়েই কথা বলবেন শশুরমশাই।
যদিও ভারত এবং পাকিস্তানের এই ম্যাচের কথা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ দেশবাসীর একটাই মত, আগে দেশ তারপর খেলা। দেশকে বাদ দিয়ে কোনও কিছু করা যাবে না। বহু মানুষ আবার এই বিষয় নিয়ে বিসিসিআইয়ের সমালোচনা করতেও পিছপা হননি।