গত ১৩ সেপ্টেম্বর ছিল টলিউডের অন্যতম পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের জন্মদিন। এই দিন তিনি পরিবার-পরিজন এবং কাছের মানুষদের সঙ্গে কাটিয়েছেন। জন্মদিনে ঠিক পরের দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
রামকমল যে ছবি পোস্ট করেন তার প্রথমেই দেখতে পাওয়া যায় একটি পায়েসের বাটি, সঙ্গে পদ্মফুল। টেবিলের ওপর রাখা রজনীগন্ধার মালা। দ্বিতীয় ছবিতে দেখতে পাওয়া যায় বাড়ির টবে ফুটে থাকা দুটি সুন্দর জবাফুল। তৃতীয় ছবিতেও পায়েসের বাটি এবং পদ্ম ফুলের সঙ্গে দেখতে পাওয়া যায় শঙ্খের ছবি।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
ছবিগুলি পোস্ট করে পরিচালক লেখেন, কলকাতার বাড়িতে প্রথাগত ভাবেই আমার জন্মদিন উদযাপন করলো আমার মা। পুজো, পদ্ম, প্রার্থনা আর চালের পায়েস দিয়ে বাঙালি প্রথা মেনেই...। এই বছর জন্মদিনটা একটু অন্যরকম হলো, পরিকল্পিত যা ছিল সেই ভাবে হলো না, ভোর বেলায় মায়ের আশীর্বাদ নিয়ে চলে এলাম মুম্বই।
ক্ষমা চেয়ে পরিচালক লেখেন, চোখের ইনফেকশনের জন্য অবস্থা খুব একটা ভালো না, তাই সবার পোস্ট কমেন্ট এখনও পড়ে উঠতে পারিনি। তাই আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমি সবাইকে উত্তর দেব, আর এই ভালোবাসার জন্য আমি খুবই আপ্লুত।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে লক্ষীকান্তপুর লোকাল। রামকমল পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, কৌশিক গঙ্গোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, সায়নী ঘোষ, জন ভট্টাচার্য, রাজনন্দিনী পাল এবং সঙ্গীতা সিনহাকে।
এই ছবিতে তিনটি আলাদা জীবনের গল্প দেখানো হবে। এই তিন আলাদা গল্প কীভাবে মিলেমিশে একাকার হয়ে যায়, সেটাই দেখানো হবে এই সিনেমায়। আপাতত এই অসাধারণ একটি ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।