অভিনেতা ববি দেওল ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে ফের আলোচনায়। এরপর থেকে তিনি বিভিন্ন প্রকল্পে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি পরবর্তীতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত ‘The Ba***ds of Bollywood’-এ অভিনয় করবেন। তিনি অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ ছবিতেও অভিনয় করেছেন, যার ওয়ার্ল্ড প্রিমিয়ার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয়েছে।
টিআইএফএফ-এ স্ক্রিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ববি তাঁর কেরিয়ার সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। বলেন, ‘আজ আমি আরও সাহসী এবং নির্ভীক হয়ে উঠেছি। আমি আমার পুরোনো ইমেজ থেকে দূরে সরে এসেছি। যে ওয়েব সিরিজগুলোতে আমি অভিনয় করেছি সেগুলো এ ব্যাপারে খুবই সহায়ক ছিল। মাঝখানে যখন আমার কোন কাজ ছিল না, তখন আমি অভিনয়ের ক্লাস করতাম। আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম: আমার কেরিয়ারের শুরুটা ভালো কেন হয়েছিল? কারণ মানুষ আমার মধ্যে কিছু দেখেছিল। তবে, আমার ভুল পছন্দের (ভুল ছবি বাছা) কারণে আমার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিজের প্রতি আস্থা ফিরে পাওয়ার পাশাপাশি, শৃঙ্খলাবদ্ধ হওয়ার উপর কাজ করেছি। যদি আপনি শৃঙ্খলাবদ্ধ হন, তাহলে চাপ অনুভব না করে আপনি আপনার কাজে আরও বেশি মনযোগ দিতে পারেন।’
তিনি আরও যোগ করেছেন, ‘এই ইন্ডাস্ট্রিতে হামেশাই মানুষকে টাইপকাস্ট করা হয়। সেই ছাঁচ ভাঙা কঠিন। ওটিটি আমাকে সেই সুযোগ দিয়েছে। একজন ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রশংসা পাওয়া এমন কিছু যা আমি কল্পনাও করিনি। তবে, প্রতিটি ভিলেনের চরিত্র আলাদা হতে হবে — ‘আশ্রম’ বা ‘অ্যানিম্যাল’-এর আমার চরিত্র যেমন।’
ববি দেওল ১৯৯৫ সালের রোমান্টিক ছবি ‘বর্ষা’ দিয়ে অভিনয় জীবনে পা রেখেছিলেন। তিনি ‘সোলজার’, ‘বাদল’, ‘গুপ্ত’, ‘রেস ৩’, ‘ঝুম বারাবর ঝুম’ এবং ‘আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিয়ো’-সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন।
‘বান্দর’ ছবিতে ববি সানিয়া মালহোত্রা, সাবা আজাদ এবং সপনা পাব্বি-সহ অন্যান্য অভিনেতাদের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এদিকে, ‘The Ba***ds of Bollywood’ ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।