২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গতকাল অনায়াসে ম্যাচটি জিতেছে ভারত। মাঠে এই ম্যাচে একবারের জন্যেও ভারত চাপে পড়েনি। তবে মাঠের বাইরে টিম ইন্ডিয়ার ওপর ছিল বিশাল চাপ। এই ম্যাচ জেতার চাপ শুধু নয়, এবার ছিল 'বয়কট' চাপ। তবে সব চাপ মাথায় নিয়েই পাকিস্তানকে কেবল উড়িয়ে দেয় সূর্যকুমার যাদবের দল। এবং সূর্যকুমার যাদব নিজে বহু ভারতীয়র মন জয় করেছেন তাঁর 'নো হ্যান্ডশেক' বিষয়টির মাধ্যমে। গতকাল ম্যাচের শুরুতে টসের পর পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্য। আর ম্যাচ শেষেও তিনি বা ভারতীয় দলের কেউ হাত মেলায়নি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। এই পরিপ্রেক্ষিতে পালটা 'জবাব' দিতে চেয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক সলমন আলি খান আঘাও।
উল্লেখ্য, গতকাল ছক্কা মেরে ম্যাচ শেষ কেন সূর্য। এবং সেই শট মেরেই গটগটিয়ে মাঠ ছাড়েন সূর্য। কোনও পাক ক্রিকেটারের ধারের কাছে তিনি যাননি। আর পাকিস্তানি ক্রিকেটাররা যখন হাত মেলানোর জন্য ভারতীয় ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ছিলেন, তখন সপাটে দরজা বন্ধ করে দেওয়া হয়। সব মিলিয়ে ম্যাচ একপেশে হলেও, 'নাটকীয়তার' অভাব ছিল না ম্যাচ ঘিরে। এই আবহে পাকিস্তান অধিনায়ক সলমন আগা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন বয়কট করে ক্ষোভ প্রকাশ করেন। প্রসঙ্গত, ভারতে এই ম্যাচটি বয়কট করার দাবি জানিয়ে সরব হয়েছিলেন বহু মানুষ। তবে সরকারের সিদ্ধান্তের পর টিম ইন্ডিয়া এই ম্যাচ খেলতে নেমেছিল।
এদিকে পাকিস্তানি কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে প্রকাশ করেন, কেন সলমন আগা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে যাননি। তিনি বলেন, 'আমরা ম্যাচ শেষে ভারতীয়দের সঙ্গে করমর্দন করতে আগ্রহী ছিলাম। কিন্তু তা হয়নি। আমরা হতাশ হয়েছি যে আমাদের প্রতিপক্ষ হাত মেলায়নি। আমরা যখন করমর্দন করতে গিয়েছিলাম, তখন তারা ইতিমধ্যে চেঞ্জিং রুমে চলে গিয়েছিল। এই বিষয়টি হতাশাজনক ছিল। এই ম্যাচটি যেভাবে আমরা খেলেছি, তাতে আমরা হতাশ ছিলাম। তবে অবশ্যই আমরা করমর্দন করতে প্রস্তুত ছিলাম।' পাক কোচের বক্তব্য, এভাবে ম্যাচটা শেষ না হলেই ভালো হত। এবং তাই সলমন আলি আঘা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে যাননি। তবে এই সবে ভারতীয় দলের যে কিছুই যায় আসে না, তা সূর্যের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।