এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে কার্যত ল্যাজেগোবরে পাকিস্তান। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার মাঠে নামা নিয়ে দ্বিধাবিভক্ত ছিল দেশ। তবে ২২ গজে টিম ইন্ডিয়ার হাতে ধরাশায়ী পাকিস্তান।
যদিও প্রথম বল শুরুর আগেই বিব্রত হয়ে পড়েছিল সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাক শিবির। টসের পর অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাক অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে। হাত মেলানো তো দূর দুই অধিনায়ক পরস্পরের দিকে তাকাননি পর্যন্ত। এর পরপরই, উভয় দলই নিজ নিজ দেশের জাতীয় সংগীতের জন্য সারিবদ্ধভাবে মাঠে দাঁড়ায়। তখনই ডিজের চরম ভুলে হাসির খোরাক হল টিম পাকিস্তান। যখন পাকিস্তানের জাতীয় সংগীত বাজানোর সময় এসেছিল, তখন ঘোষণা করা হয়- ‘এবার জাতীয় গান বাজার সময়। প্রথমে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজবে, তারপর ইন্ডিয়ার’। তখন ডিজে ভুলবশত টেশার এবং জেসন ডেরুলোর 'জলেবি বেবি' গানটির চালিয়ে দেয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ভরা জনতার সামনে। গানটি প্রায় ছয় সেকেন্ড ধরে গান চলার পর বন্ধ করা হয়, শুরু হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ভারত ও পাকিস্তান উভয়ই তাদের আগের ম্যাচগুলি থেকে অপরিবর্তিত প্লেয়িং একাদশ মাঠে নামিয়েছিল। যদিও পাক অধিনায়কের সিদ্ধান্ত শাপে বর হয় সূর্যকুমার যাদবদের জন্য়। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।
ভারতের ঝুলিতে পর পর ২ উইকেট আসে ৬ রানের মধ্যে। এরপর ম্যাচ গড়াতেই ময়দানে নামেন ভারতের স্পিনাররা। কার্যত স্পিনের ভেল্কিতে কাবু হয় পাকিস্তানি ব্যাটিং অর্ডার। সাহিবজ়াদা ফারহান, ফাকর জমান পাক শিবিরের রাশ ধরতে না ধরতেই প্যাভিলিয়নে ফেরেন। বরুণ চক্রবর্তী ও অক্ষর পটেলের বল কোন দিকে যাবে তা বুঝতে বুঝতেই ড্রেসিংরুমে ফিরে যান একের পর এক পাক ব্য়াটার।
কিস্তানের ইনিংসের শেষের দিকে শাহিন আফ্রিদির দুই ৬ ছক্কা বেশ কিছুটা মাইলেজ দেয় পাক শিবিরকে! পাক ইনিংস শেষ হয় ১২৭ রানে। সঙ্গে ৯ উইকেট। জয়ের প্রয়োজনীয় রান তুলতে বেশি কসরত করতে হয়নি মেন ইন ব্লুকে। ম্যাচের ২৫ বল বাকি থাকতেই ১৫.৫ ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সূর্য কুমার যাদব। ৪৭ রানের অপরাজিত ইনিংস খেললেন ভারত অধিনয়াক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।