চক দে ইন্ডিয়া! ভারতের মাটিতে সোনার ইতিহাস লিখল দিলপ্রীত সিংরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা পাঁচবারের চ্যাম্পিয়ান দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে আট বছরের বিরতির পর পুরুষদের এশিয়া কাপ হকি টুর্নামেন্টের শিরোপা জিতল ভারত।
মেন ইন ব্লু-র এই জয়ের অন্যতম কারিগর দিলপ্রীত সিং। তাঁর জোড়া গোলে ভর করেই এদিন বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে জয় পেল ভারত। এই নিয়ে মোট চারটি এশিয়া কাপের খেতাব ঝুলিতে নিয়ে এশিয়া কাপের দ্বিতীয় সফল দল হয়ে উঠেছে ভারত। ২০০৩ (কুয়ালালামপুর) ও ২০০৭ সালে চেন্নাইয়ে মহাদেশীয় টুর্নামেন্টে সাফল্যের পর ২০১৭ সালে ঢাকায় শেষবার শিরোপা জিতেছিল ভারত।
এশিয়া কাপ জয়ের পাশাপাশি এদিন আগামী বছর অনুষ্ঠিত হতে চলা এফআইএইচ বিশ্বকাপের টিকিটও এদিন সুনিশ্চিত করে ফেলল ভারত।
রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে ভরা স্টেডিয়ামের সামনে দিলপ্রীত (২৮ মিনিট, ৪৫ মিনিট) এবং সুখজিৎ সিং (১ম মিনিট) দুর্দান্ত ফিল্ড গোল করেন এবং অমিত রোহিদাস (৫০তম মিনিট) পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৫১ মিনিটে কোরিয়ার একমাত্র গোলটি করেন ডেন সন।
ভারত শুরু থেকেই দৃঢ়প্রতিজ্ঞ ছিল ঘরের মাঠে দেশকে জয় এনে দিতে। ডিফেন্স, মিডফিল্ড এবং ফরোয়ার্ড লাইনের মধ্যে সমন্বয় দেখার মতো ছিল, প্রতিপক্ষের বৃত্তে লাগাতার আক্রমণ শানিয়েছে ভারতের ফরোয়ার্ড লাইন। কোরিয়ার রক্ষণকে কার্যত এদিন ল্যাজেগোবরে করে জয় পেল ভারত। অন্যদিকে চিনের প্রাচীরের মতো অভেদ্য ছিল ভারতে ডিফেন্স। শতচেষ্টা করেও একের বেশিবার জালে বল প্রবেশ করাতে পারেনি কোরিয়ানরা।
ম্যাচের প্রথম ৩০ সেকেন্ডেই সুখজিতের গোলে এগিয়ে যায় ভারত। বাঁ দিক থেকে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের দুর্দান্ত স্টিক-ওয়ার্কই সুখজিতের জন্য গোল সেট আপ করেছিল। অষ্টম মিনিটে দিলপ্রীত সিং গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তবে বিবেক সাগর প্রসাদের পাস থেকে তার ডিফ্লেকশন কোরিয়ান গোলরক্ষক জাহান কিম বাঁচিয়ে দেন। পরের পদক্ষেপে ভারত পেনাল্টি স্ট্রোক আদায় করলেও যুগরাজ সিংয়ের প্রচেষ্টা বাঁচিয়ে দেন কিম।
কোরিয়ান ডিফেন্সকে প্রচণ্ড চাপে রেখেছিল ভারত। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হরপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারের ঠিক মাথায় দিলপ্রীতের গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলে ভারত। ২৩ গজ দূর থেকে হরমনপ্রীতের ফ্রি হিটে দিলপ্রীত বল জালে জড়াতে কোনও ভুল করেননি। পাঁচ মিনিট পর ভারত তাদের দ্বিতীয় পেনাল্টি কর্নার নিশ্চিত করে এবং রোহিদাস প্রচণ্ড গ্রাউন্ডেড হিটে জাল খুঁজে পেয়ে আয়োজক দেশ ভারতকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেয়।
টুর্নামেন্টে মালয়েশিয়া তৃতীয় স্থান অর্জন করেছে, বিশ্বের দ্বাদশ স্থানে থাকা মালয়েশিয়া, ক্লাসিফিকেশন ম্যাচে চীনকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।