ভারতীয় দাবার ইতিহাসে প্রথমবার এমনটা হতে চলেছে। আসলে ফিডে (FIDE) মহিলা বিশ্ব কাপের শিরোপা নিশ্চিতভাবেই উঠতে চলেছে একজন ভারতীয় খেলোয়াড়ের হাতে। এর কারণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছেন ভারতের দুই দাবাড়ু। গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ও ইন্টারন্যাশনাল মাস্টার দিব্যা দেশমুখ ফিডে (FIDE) মহিলা বিশ্ব কাপের শিরোপাজয়ের জন্য লড়াই করবে।
শনিবার অনুষ্ঠিতব্য এই মহারণে যেকোনো পক্ষই জিততে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে যেই জিতুক, এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় মহিলা জিতবে। আসলে দুই ভারতীয় খেলোয়াড় একে অপরের মুখোমুখি হচ্ছেন ফাইনালে। এই প্রতিযোগিতায় ফাইনালে ওঠার ফলে হাম্পি ও দেশমুখ — উভয়েই আগামী বছর অনুষ্ঠিতব্য ফিদে মহিলা ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা করে নিয়েছেন।
অভিজ্ঞতার নিরিখে হাম্পি সামান্য এগিয়ে থাকলেও, দিব্যার আক্রমণাত্মক খেলা তাঁকে সমানভাবে বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে। হাম্পি সেমিফাইনালে চিনের তিংজিয়ে লেই-র বিরুদ্ধে পিছিয়ে পড়েও টাইব্রেকারে দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে জয় ছিনিয়ে নেন। অন্যদিকে, ১৯ বছর বয়সি নাগপুরের দাবাড়ু দিব্যা দেশমুখ সেমিফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ঝোঙই তান-কে হারান টানা দ্বিতীয় গেমে।
৩৮ বছর বয়সি হাম্পি সম্প্রতি বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং মহিলা গ্র্যান্ড প্রি-তেও যুগ্মভাবে প্রথম হয়েছিলেন। বারবার প্রমাণ করেছেন — বয়স কেবলই একটি সংখ্যা। তাঁর দৃঢ়তা ও সংকল্প আজও আগের মতোই অটুট। হাম্পি বলেন, ‘দাবা ফ্যানদের জন্য এটি নিঃসন্দেহে একটি খুশির মুহূর্ত, কারণ এবার শিরোপা নিশ্চিতভাবেই ভারতের ঘরে যাবে। তবে খেলোয়াড় হিসেবে জানি আগামীকালের ম্যাচটা কঠিন হবে — দিব্যা এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন।’
হাম্পির অর্ধেক বয়সি দিব্যা ইতিমধ্যেই এই টুর্নামেন্টে বিশ্বসেরাদের চমকে দিয়েছেন। তিনি দ্বিতীয় বাছাই চিনের জিনার ঝু-কে হারান, তারপর ভারতীয় দলের সতীর্থ দী হরিকাকেও বিদায় জানান তিনি। সেমিফাইনাল ম্যাচে দিব্যা বলেন, ‘আমার এখন শুধু ঘুম আর খাবারের দরকার। এই কয়েকটা দিন ভীষণ টেনশনে কেটেছে।’ তিনি আরও বলেন, ‘আমি আরও ভালো খেলতে পারতাম। মাঝখানে আমি স্পষ্টভাবে জয়ী অবস্থানে ছিলাম, কিন্তু গেমটা জটিল হয়ে পড়ে। আমি মিডলগেমে কিছু ভুল করেছি বলে মনে হচ্ছে।’
সেমিফাইনালে হাম্পি টুর্নামেন্টের শীর্ষ বাছাই তিংজিয়ে লেই-কে হারান পাঁচ মিনিটের গেমে, যেখানে দুইজনের মধ্যে ৩-৩ সমতা তৈরি হয়েছিল। এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আলেক্সান্দ্রা কোস্টেনিউক-এর বিরুদ্ধে টাইব্রেকারে পৌঁছেছিলেন, পরে ইউক্সিন সং-এর বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেন। হাম্পি বলেন, ‘র্যাপিড গেমে আমি একটু নড়বড়ে খেলেছিলাম, তবে ও (তিংজিয়ে) খুব ভালো লড়াই করেছিল। যে কোনও দিকেই যেতে পারত ম্যাচটা। খুব কঠিন ম্যাচ ছিল। বিশেষ করে ব্ল্যাক পিসে খারাপ খেলছিলাম। তৃতীয় গেমে হারার পর ফিরে আসাটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল।’
শনিবারের ফাইনাল দুটি ক্লাসিকাল গেমে অনুষ্ঠিত হবে। যদি ফল ১-১ হয়, তাহলে বিজয় নির্ধারণে কম সময়ের গেম (টাইব্রেকার) খেলা হবে। এই টুর্নামেন্টে রানার্স আপ পেলেও মিলবে ন্যূনতম ৩৫,০০০ মার্কিন ডলার, আর চ্যাম্পিয়নের জন্য থাকছে ৫০,০০০ মার্কিন ডলার পুরস্কার। উপরন্তু, দু'জনই এখন মহিলা ক্যান্ডিডেটস টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এই টুর্নামেন্টে ৮ জন খেলোয়াড় অংশ নেবেন এবং যাঁদের মধ্যে বিজয়ীরা আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন চিনের ওয়েনজুন জুর বিরুদ্ধে লড়বেন। একটি ইতিহাসের সাক্ষী হতে চলেছে দাবা দুনিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।