এশিয়া কাপের গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্কের অন্ত ছিল না। ভারতে একটা বড় অংশ চাইছিল এই ম্যাচটি যাতে বয়কট করা হয়। তবে ভারতীয় সরকার এই সংক্রান্ত নীতিমালা প্রকাশের পর বিসিসিআই স্পষ্ট করে, ম্যাচ হবে। এবং ম্যাচটি হয়। পহেলগাঁও হামলা পরবর্তী সময় এই ম্যাচ অবশ্য বহু ভারতীয়র ভাবাবেগে আঘাত হেনেছে। বিশেষ করে পহেলগাঁও হামলায় স্বজন হারানো মানুষগুলো এই ম্যাচের বিরোধিতায় মুখ খুলেছিলেন। এই সব বিতর্কের মাঝেই ম্যাচ জিতে পহেলগাঁওয়ের নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন সূর্য। ভারতীয় অধিনায়ক এই জয় সেনাকে উৎসর্গ করেন। (আরও পড়ুন: ম্যাচ হারার থেকেও হাত মেলাতে না পারায় বেশি হতাশ পাক! মুখ খুললেন কোচ)
সূর্যকুমার যাদব বলেন, 'আমরা পহেলগাঁও জঙ্গি হামলায় স্বজনহারা পরিবারগুলির পাশে আছি। আর এই জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করছি।' উল্লেখ্য, ম্যাচ শেষে প্রেজেন্টেশনে সূর্যকুমার যাদব বলেন, 'এই জয় দেশের সাহসী সেনাদের উৎসর্গ করছি। তারা সবসময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই মাঠে সুযোগ পেলেই তাঁদের মুখে হাসি ফোটাতে চাই।' এদিকে নিজের খেলা নিয়ে সূর্য প্রেজেন্টেশে বলেন, 'আমার সবসময় ইচ্ছে ছিল ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার। আজ সেটা করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে।'
পাকিস্তানের বিপক্ষে গতকাল অনায়াসে ম্যাচটি জিতেছে ভারত। মাঠে এই ম্যাচে একবারের জন্যেও ভারত চাপে পড়েনি। তবে মাঠের বাইরে টিম ইন্ডিয়ার ওপর ছিল বিশাল চাপ। এই ম্যাচ জেতার চাপ শুধু নয়, এবার ছিল 'বয়কট' চাপ। তবে সব চাপ মাথায় নিয়েই পাকিস্তানকে কেবল উড়িয়ে দেয় সূর্যকুমার যাদবের দল। এবং সূর্যকুমার যাদব নিজে বহু ভারতীয়র মন জয় করেছেন তাঁর 'নো হ্যান্ডশেক' বিষয়টির মাধ্যমে। গতকাল ম্যাচের শুরুতে টসের পর পাক অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্য। আর ম্যাচ শেষেও তিনি বা ভারতীয় দলের কেউ হাত মেলায়নি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। উল্লেখ্য, গতকাল ছক্কা মেরে ম্যাচ শেষ কেন সূর্য। এবং সেই শট মেরেই গটগটিয়ে মাঠ ছাড়েন সূর্য। কোনও পাক ক্রিকেটারের ধারের কাছে তিনি যাননি। আর পাকিস্তানি ক্রিকেটাররা যখন হাত মেলানোর জন্য ভারতীয় ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ছিলেন, তখন সপাটে দরজা বন্ধ করে দেওয়া হয়। সব মিলিয়ে ম্যাচ একপেশে হলেও, 'নাটকীয়তার' অভাব ছিল না ম্যাচ ঘিরে। এই আবহে পাকিস্তান অধিনায়ক সলমন আগা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন বয়কট করে ক্ষোভ প্রকাশ করেন।