রাত বারোটা বাজতে না বাজতেই বাড়িতে ধুমধাম করে পালন করা হয় গায়িকা ইমন চক্রবর্তীর জন্মদিন। বাড়ির ছাদে পরিবার এবং আত্মীয়দের ভিড়ে হয় জন্মদিনের সেলিব্রেশন। বাবাকে পাশে নিয়ে কেক কেটে জন্মদিনের উদযাপন করেন ইমন।
১৩ সেপ্টেম্বর সকাল থেকেই একের পর এক ভিডিয়ো পোস্ট করতে থাকেন ইমন। জন্মদিনের কিছু ঝলক দেখতে পাওয়া যায় নীলাঞ্জনের অ্যাকাউন্ট থেকেও। কেক কেটে সকালের সঙ্গে মজা করে জন্ম দিন শুরু হয় গায়িকার।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
এরপরই একটি ভিডিয়োয় ইমনকে ‘মাংকো ভাত’ স্টাইলে নাচ করতেও দেখা যায়। স্ত্রীর জন্মদিনের সমস্ত আয়োজন যে নীলাঞ্জন নিজে করেছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুধু বাড়িতেই জন্মদিনের আয়োজন করেছেন তা নয়, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেও স্ত্রীকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
নীলাঞ্জন যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে শুয়ে রয়েছেন নীলাঞ্জন, স্বামীর বুকে মাথা দিয়ে শুয়ে ইমন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে নীলাঞ্জন লেখেন, ‘এই ভাবেই মাঠে-ঘাটে ঘুরে ঘুরে সুরে সুরে কাটুক জীবন। তোমাকে সারা জীবন ভালবাসি।’
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
নীলাঞ্জনের এই পোস্টে বহু অনুরাগী জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন গায়িকাকে। খুব সম্প্রতি ইমন এটি ভিডিয়ো পোস্ট করে দেখিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে ছোট ছোট করে চুল কেটেছেন তিনি। ইমনের চুল কাটায় স্বামী খুশি হলেও বাবা ভীষণ রেগে গিয়েছিলেন। যদিও রাগী বাবাকে কি করে শান্ত করতে হয় তা বোধহয় প্রত্যেক মেয়েই জানে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগে একটি গুজব ছড়িয়েছিল ইমনকে নাকি মারধর করেন নীলাঞ্জন। ভুয়ো এই খবরে বিব্রত হয়ে পড়েছিলেন গায়িকার বাবা। সংবাদমাধ্যমের সামনে এই বিষয় নিয়ে ভীষণ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ইমন এবং নীলাঞ্জন দুজনকেই। এইভাবে ভুয়ো খবরে পরিবারের ব্যক্তিদের সমস্যায় পড়তে হয় বলেই সাফ জানান এই তারকা দম্পতি।