বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের (এসআইআর) কাজে যদি নির্বাচন কমিশনের গৃহীত পদ্ধতিতে কোনও রকম অসঙ্গতি পাওয়া যায়, তবে পুরো প্রক্রিয়াটিই বাতিল করে দেওয়া হবে। নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ এই পর্যবেক্ষণ করে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, আপাতত তারা ধরে নিচ্ছে যে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আইন এবং বাধ্যতামূলক নিয়ম মেনেই কাজ করছে। তবে কোনও গাফিলতি বা বেআইনি পদক্ষেপ সামনে এলে সংশোধন প্রক্রিয়া মান্যতা পাবে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিহারের এসআইআর মামলায় টুকরো টুকরো করে নানা রকম মতামত তারা এখনই দিতে রাজি নয়। কারণ এই মামলার রায় শুধুমাত্র বিহারের জন্য নয়, সারা দেশের নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়ার উপরেই প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় হবে সর্বভারতীয় প্রেক্ষাপটে। এই মামলার চূড়ান্ত শুনানি হবে আগামী ৭ অক্টোবর। সব ঠিক থাকলে, সে দিনই বিশেষ রিভিশন প্রক্রিয়ার বৈধতা নিয়ে শীর্ষ আদালত চূড়ান্ত রায় দেবে।
আরও পড়ুন-অর্থমন্ত্রকের উপসচিবের মৃত্যুতে তোলপাড় দিল্লি, ধৃত ঘাতক BMW-র মহিলা চালক
বিহার এসআইআর মামলায় আধার কার্ডকে ভোটার তালিকার ১২তম নথি হিসেবে গ্রহণের বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট। গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এসআইআর-এর প্রক্রিয়ায় আধার কার্ডকে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করতে হবে। ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয় সোমবার। তার প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, আধারকে পরিচয়পত্র হিসেবে অন্তর্ভুক্ত করা নিয়ে বিস্তারিত শুনানি হবে পরবর্তীতে। আবেদনকারী আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের যুক্তি ছিল, বিদেশিরাও ৮১ দিনের বেশি ভারতে থাকলে আধার পেতে পারেন। ফলে এটিকে বৈধ নথি হিসেবে মানলে ভুয়ো ভোটার তালিকা তৈরির ঝুঁকি বাড়বে। তাঁর দাবি, অসংখ্য বাংলাদেশি ও রোহিঙ্গা বিহারে বসবাস করছে। আর এভাবে আধার তৈরির মাধ্যমে ভোটার তালিকায় প্রবেশের সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপরই আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন তার নিজস্ব আইনের মধ্যে যা প্রয়োজন তাই করবে। তবে আপাতত আবেদন মঞ্জুর বা খারিজ কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। আগামী দিনে আধার সংক্রান্ত বিতর্কে বিস্তৃত শুনানি হবে।
আরও পড়ুন-অর্থমন্ত্রকের উপসচিবের মৃত্যুতে তোলপাড় দিল্লি, ধৃত ঘাতক BMW-র মহিলা চালক
উল্লেখ্য, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে এই এসআইআর প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই আবহে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারির ফলে নির্বাচন কমিশনের উপর চাপ আরও বাড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল।